
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন এবং ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে মাদুরোর একটি ছবি প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময় শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার পর ট্রাম্প ট্রুথ সোশালে ছবিটি শেয়ার করে লেখেন, ‘ইউএসএস ইউ জিমা নিকোলাস মাদুরো।’ ছবিতে দেখা যায়, নিকোলাস মাদুরোর চোখ কালো মাস্ক দিয়ে ঢাকা, কানে হেডফোন এবং হাতে হ্যান্ডকাফ পরানো। তিনি ধূসর রঙের ট্র্যাকস্যুট পরিহিত অবস্থায় রয়েছেন।
ইউএসএস ইউ জিমা একটি মার্কিন যুদ্ধজাহাজ। এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, ওই যুদ্ধজাহাজেই করে মাদুরোকে যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে।
এদিকে, মাদুরোকে আটকের পুরো অভিযান সরাসরি পর্যবেক্ষণ করেছেন ট্রাম্প। ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টের একটি কক্ষ থেকে শীর্ষ সামরিক জেনারেলদের সঙ্গে তিনি অভিযানের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করেন। ট্রাম্পের ভাষায়, এটি ছিল একটি ‘জটিল ও উচ্চঝুঁকিপূর্ণ’ অভিযান।
তিনি আরও দাবি করেন, অভিযানের এক সপ্তাহ আগে নিকোলাস মাদুরোর সঙ্গে তার কথা হয়েছিল। সূত্র: বিবিসি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন এবং ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে মাদুরোর একটি ছবি প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময় শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার পর ট্রাম্প ট্রুথ সোশালে ছবিটি শেয়ার করে লেখেন, ‘ইউএসএস ইউ জিমা নিকোলাস মাদুরো।’ ছবিতে দেখা যায়, নিকোলাস মাদুরোর চোখ কালো মাস্ক দিয়ে ঢাকা, কানে হেডফোন এবং হাতে হ্যান্ডকাফ পরানো। তিনি ধূসর রঙের ট্র্যাকস্যুট পরিহিত অবস্থায় রয়েছেন।
ইউএসএস ইউ জিমা একটি মার্কিন যুদ্ধজাহাজ। এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, ওই যুদ্ধজাহাজেই করে মাদুরোকে যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে।
এদিকে, মাদুরোকে আটকের পুরো অভিযান সরাসরি পর্যবেক্ষণ করেছেন ট্রাম্প। ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টের একটি কক্ষ থেকে শীর্ষ সামরিক জেনারেলদের সঙ্গে তিনি অভিযানের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করেন। ট্রাম্পের ভাষায়, এটি ছিল একটি ‘জটিল ও উচ্চঝুঁকিপূর্ণ’ অভিযান।
তিনি আরও দাবি করেন, অভিযানের এক সপ্তাহ আগে নিকোলাস মাদুরোর সঙ্গে তার কথা হয়েছিল। সূত্র: বিবিসি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন এবং ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে মাদুরোর একটি ছবি প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময় শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার পর ট্রাম্প ট্রুথ সোশালে ছবিটি শেয়ার করে লেখেন, ‘ইউএসএস ইউ জিমা নিকোলাস মাদুরো।’ ছবিতে দেখা যায়, নিকোলাস মাদুরোর চোখ কালো মাস্ক দিয়ে ঢাকা, কানে হেডফোন এবং হাতে হ্যান্ডকাফ পরানো। তিনি ধূসর রঙের ট্র্যাকস্যুট পরিহিত অবস্থায় রয়েছেন।
ইউএসএস ইউ জিমা একটি মার্কিন যুদ্ধজাহাজ। এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, ওই যুদ্ধজাহাজেই করে মাদুরোকে যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে।
এদিকে, মাদুরোকে আটকের পুরো অভিযান সরাসরি পর্যবেক্ষণ করেছেন ট্রাম্প। ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টের একটি কক্ষ থেকে শীর্ষ সামরিক জেনারেলদের সঙ্গে তিনি অভিযানের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করেন। ট্রাম্পের ভাষায়, এটি ছিল একটি ‘জটিল ও উচ্চঝুঁকিপূর্ণ’ অভিযান।
তিনি আরও দাবি করেন, অভিযানের এক সপ্তাহ আগে নিকোলাস মাদুরোর সঙ্গে তার কথা হয়েছিল। সূত্র: বিবিসি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন এবং ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে মাদুরোর একটি ছবি প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময় শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার পর ট্রাম্প ট্রুথ সোশালে ছবিটি শেয়ার করে লেখেন, ‘ইউএসএস ইউ জিমা নিকোলাস মাদুরো।’ ছবিতে দেখা যায়, নিকোলাস মাদুরোর চোখ কালো মাস্ক দিয়ে ঢাকা, কানে হেডফোন এবং হাতে হ্যান্ডকাফ পরানো। তিনি ধূসর রঙের ট্র্যাকস্যুট পরিহিত অবস্থায় রয়েছেন।
ইউএসএস ইউ জিমা একটি মার্কিন যুদ্ধজাহাজ। এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, ওই যুদ্ধজাহাজেই করে মাদুরোকে যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে।
এদিকে, মাদুরোকে আটকের পুরো অভিযান সরাসরি পর্যবেক্ষণ করেছেন ট্রাম্প। ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টের একটি কক্ষ থেকে শীর্ষ সামরিক জেনারেলদের সঙ্গে তিনি অভিযানের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করেন। ট্রাম্পের ভাষায়, এটি ছিল একটি ‘জটিল ও উচ্চঝুঁকিপূর্ণ’ অভিযান।
তিনি আরও দাবি করেন, অভিযানের এক সপ্তাহ আগে নিকোলাস মাদুরোর সঙ্গে তার কথা হয়েছিল। সূত্র: বিবিসি
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!