ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন।
রায়ের পর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন জানান, রায় ঘোষণার সময় সম্রাট আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাকে নিয়ে ঢাকার কাকরাইলের কার্যালয়ে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, একটি পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
পরে ৭ অক্টোবর রমনা থানায় র্যাব-১-এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন। অস্ত্র মামলায় তদন্ত শেষে র্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক ২০২০ সালের ৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।
এ মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ সম্রাটের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করা হলো।
ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন।
রায়ের পর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন জানান, রায় ঘোষণার সময় সম্রাট আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাকে নিয়ে ঢাকার কাকরাইলের কার্যালয়ে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, একটি পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
পরে ৭ অক্টোবর রমনা থানায় র্যাব-১-এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন। অস্ত্র মামলায় তদন্ত শেষে র্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক ২০২০ সালের ৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।
এ মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ সম্রাটের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করা হলো।
ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন।
রায়ের পর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন জানান, রায় ঘোষণার সময় সম্রাট আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাকে নিয়ে ঢাকার কাকরাইলের কার্যালয়ে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, একটি পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
পরে ৭ অক্টোবর রমনা থানায় র্যাব-১-এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন। অস্ত্র মামলায় তদন্ত শেষে র্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক ২০২০ সালের ৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।
এ মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ সম্রাটের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করা হলো।
ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন।
রায়ের পর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন জানান, রায় ঘোষণার সময় সম্রাট আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাকে নিয়ে ঢাকার কাকরাইলের কার্যালয়ে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, একটি পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
পরে ৭ অক্টোবর রমনা থানায় র্যাব-১-এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন। অস্ত্র মামলায় তদন্ত শেষে র্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক ২০২০ সালের ৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।
এ মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ সম্রাটের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করা হলো।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!