
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। হামলার নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছ থেকে।
হামলা মূলত রাফাহ এলাকায় সংঘটিত বন্দুক হামলায় এক ইসরায়ি সৈন্য আহত হওয়ার পরপর হঠাৎ শুরু হয়। এতে হামাস-এর সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস ‘যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন’ হিসেবে ইসরায়েলের প্রতি গুরুতর অভিযোগ এনেছে। তারা জানিয়েছে, নিখোঁজ এক বন্দির মরদেহ হস্তান্তর তাঁদের থেকে স্থগিত রাখা হয়েছে।
যদিও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ঘোষণা করেছেন, যুদ্ধবিরতি এখনও টিকে রয়েছে। তিনি বলেন-ছোটখাটো সংঘর্ষ হতে পারে, আমরা জানতে পারি গাজায় একজন ইসরায়ি সৈন্য আহত হয়েছে, আমরা আশা করি ইসরায়েল জবাব দেবে, তবে শান্তি স্থিতিশীল থাকবে।
অন্যদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত অন্তত ৯৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ত্রাণ সরবরাহ কঠোরভাবে সীমাবদ্ধ করেছে।
হামাস এক বিবৃতিতে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলেছে এবং আগ্রাসন বন্ধের দাবি তোলা হয়েছে। হামাস দাবি করেছে, রাফাহ এলাকায় সংঘটিত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের নেতা সুহাইল আল-হিন্দি বলেন, মরদেহ উদ্ধারে আমরা বাধার মুখে পড়েছি; বিলম্বের দায় ইসরায়েলের ওপরই রয়েছে।’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। হামলার নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছ থেকে।
হামলা মূলত রাফাহ এলাকায় সংঘটিত বন্দুক হামলায় এক ইসরায়ি সৈন্য আহত হওয়ার পরপর হঠাৎ শুরু হয়। এতে হামাস-এর সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস ‘যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন’ হিসেবে ইসরায়েলের প্রতি গুরুতর অভিযোগ এনেছে। তারা জানিয়েছে, নিখোঁজ এক বন্দির মরদেহ হস্তান্তর তাঁদের থেকে স্থগিত রাখা হয়েছে।
যদিও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ঘোষণা করেছেন, যুদ্ধবিরতি এখনও টিকে রয়েছে। তিনি বলেন-ছোটখাটো সংঘর্ষ হতে পারে, আমরা জানতে পারি গাজায় একজন ইসরায়ি সৈন্য আহত হয়েছে, আমরা আশা করি ইসরায়েল জবাব দেবে, তবে শান্তি স্থিতিশীল থাকবে।
অন্যদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত অন্তত ৯৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ত্রাণ সরবরাহ কঠোরভাবে সীমাবদ্ধ করেছে।
হামাস এক বিবৃতিতে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলেছে এবং আগ্রাসন বন্ধের দাবি তোলা হয়েছে। হামাস দাবি করেছে, রাফাহ এলাকায় সংঘটিত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের নেতা সুহাইল আল-হিন্দি বলেন, মরদেহ উদ্ধারে আমরা বাধার মুখে পড়েছি; বিলম্বের দায় ইসরায়েলের ওপরই রয়েছে।’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। হামলার নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছ থেকে।
হামলা মূলত রাফাহ এলাকায় সংঘটিত বন্দুক হামলায় এক ইসরায়ি সৈন্য আহত হওয়ার পরপর হঠাৎ শুরু হয়। এতে হামাস-এর সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস ‘যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন’ হিসেবে ইসরায়েলের প্রতি গুরুতর অভিযোগ এনেছে। তারা জানিয়েছে, নিখোঁজ এক বন্দির মরদেহ হস্তান্তর তাঁদের থেকে স্থগিত রাখা হয়েছে।
যদিও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ঘোষণা করেছেন, যুদ্ধবিরতি এখনও টিকে রয়েছে। তিনি বলেন-ছোটখাটো সংঘর্ষ হতে পারে, আমরা জানতে পারি গাজায় একজন ইসরায়ি সৈন্য আহত হয়েছে, আমরা আশা করি ইসরায়েল জবাব দেবে, তবে শান্তি স্থিতিশীল থাকবে।
অন্যদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত অন্তত ৯৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ত্রাণ সরবরাহ কঠোরভাবে সীমাবদ্ধ করেছে।
হামাস এক বিবৃতিতে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলেছে এবং আগ্রাসন বন্ধের দাবি তোলা হয়েছে। হামাস দাবি করেছে, রাফাহ এলাকায় সংঘটিত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের নেতা সুহাইল আল-হিন্দি বলেন, মরদেহ উদ্ধারে আমরা বাধার মুখে পড়েছি; বিলম্বের দায় ইসরায়েলের ওপরই রয়েছে।’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। হামলার নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছ থেকে।
হামলা মূলত রাফাহ এলাকায় সংঘটিত বন্দুক হামলায় এক ইসরায়ি সৈন্য আহত হওয়ার পরপর হঠাৎ শুরু হয়। এতে হামাস-এর সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস ‘যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন’ হিসেবে ইসরায়েলের প্রতি গুরুতর অভিযোগ এনেছে। তারা জানিয়েছে, নিখোঁজ এক বন্দির মরদেহ হস্তান্তর তাঁদের থেকে স্থগিত রাখা হয়েছে।
যদিও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ঘোষণা করেছেন, যুদ্ধবিরতি এখনও টিকে রয়েছে। তিনি বলেন-ছোটখাটো সংঘর্ষ হতে পারে, আমরা জানতে পারি গাজায় একজন ইসরায়ি সৈন্য আহত হয়েছে, আমরা আশা করি ইসরায়েল জবাব দেবে, তবে শান্তি স্থিতিশীল থাকবে।
অন্যদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত অন্তত ৯৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ত্রাণ সরবরাহ কঠোরভাবে সীমাবদ্ধ করেছে।
হামাস এক বিবৃতিতে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলেছে এবং আগ্রাসন বন্ধের দাবি তোলা হয়েছে। হামাস দাবি করেছে, রাফাহ এলাকায় সংঘটিত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের নেতা সুহাইল আল-হিন্দি বলেন, মরদেহ উদ্ধারে আমরা বাধার মুখে পড়েছি; বিলম্বের দায় ইসরায়েলের ওপরই রয়েছে।’
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!