বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐক্যমত কমিশন কেবল কিছু সুপারিশ দিয়ে দায়মুক্তি পেতে চাইছে। তিনি বলেন, ‘আমরা আশা করি উপদেষ্টা পরিষদ ও সরকার গভীর আলোচনা করবে এবং সাংবিধানিক ভিত্তি রয়েছে এমন পদ্ধতি গ্রহণ করবে।’
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ জানান, আরপিওর ২০ ধারার উপধারায় দলীয় প্রতীকসহ কিছু বিধান নিয়ে তারা আলোচনা করেছেন। বেশ কিছু বিষয়ে সমঝোতা হলেও দলীয় প্রতীক ব্যবহারের বিষয়ে একমত হয়নি কমিশন। উদ্বেগ বিবেচনায় না আসায় এ বিষয়ে তারা চিঠি দিয়েছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোর নিজস্ব প্রতীক থাকার প্রয়োজন। আগের বিধান বহাল রাখার দাবি জানিয়েছি আমরা।’
ঐক্যমত কমিশন প্রস্তাবিত সুপারিশের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, প্রস্তাবনার বাইরেও নতুন কিছু সংযোজন করা হয়েছে, যা কমিশনে আগে আলোচিত হয়নি। ‘জুলাই সনদে ২৭০ দিনের মধ্যে সংস্কার পরিষদ পাস না করলে স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন হয়ে যাবে-এটা হাস্যকর। পরীক্ষায় অটোপাসের মতো বিষয় সংবিধানে থাকতে পারে না,’ মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এ প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐক্যমত কমিশন কেবল কিছু সুপারিশ দিয়ে দায়মুক্তি পেতে চাইছে। তিনি বলেন, ‘আমরা আশা করি উপদেষ্টা পরিষদ ও সরকার গভীর আলোচনা করবে এবং সাংবিধানিক ভিত্তি রয়েছে এমন পদ্ধতি গ্রহণ করবে।’
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ জানান, আরপিওর ২০ ধারার উপধারায় দলীয় প্রতীকসহ কিছু বিধান নিয়ে তারা আলোচনা করেছেন। বেশ কিছু বিষয়ে সমঝোতা হলেও দলীয় প্রতীক ব্যবহারের বিষয়ে একমত হয়নি কমিশন। উদ্বেগ বিবেচনায় না আসায় এ বিষয়ে তারা চিঠি দিয়েছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোর নিজস্ব প্রতীক থাকার প্রয়োজন। আগের বিধান বহাল রাখার দাবি জানিয়েছি আমরা।’
ঐক্যমত কমিশন প্রস্তাবিত সুপারিশের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, প্রস্তাবনার বাইরেও নতুন কিছু সংযোজন করা হয়েছে, যা কমিশনে আগে আলোচিত হয়নি। ‘জুলাই সনদে ২৭০ দিনের মধ্যে সংস্কার পরিষদ পাস না করলে স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন হয়ে যাবে-এটা হাস্যকর। পরীক্ষায় অটোপাসের মতো বিষয় সংবিধানে থাকতে পারে না,’ মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এ প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐক্যমত কমিশন কেবল কিছু সুপারিশ দিয়ে দায়মুক্তি পেতে চাইছে। তিনি বলেন, ‘আমরা আশা করি উপদেষ্টা পরিষদ ও সরকার গভীর আলোচনা করবে এবং সাংবিধানিক ভিত্তি রয়েছে এমন পদ্ধতি গ্রহণ করবে।’
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ জানান, আরপিওর ২০ ধারার উপধারায় দলীয় প্রতীকসহ কিছু বিধান নিয়ে তারা আলোচনা করেছেন। বেশ কিছু বিষয়ে সমঝোতা হলেও দলীয় প্রতীক ব্যবহারের বিষয়ে একমত হয়নি কমিশন। উদ্বেগ বিবেচনায় না আসায় এ বিষয়ে তারা চিঠি দিয়েছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোর নিজস্ব প্রতীক থাকার প্রয়োজন। আগের বিধান বহাল রাখার দাবি জানিয়েছি আমরা।’
ঐক্যমত কমিশন প্রস্তাবিত সুপারিশের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, প্রস্তাবনার বাইরেও নতুন কিছু সংযোজন করা হয়েছে, যা কমিশনে আগে আলোচিত হয়নি। ‘জুলাই সনদে ২৭০ দিনের মধ্যে সংস্কার পরিষদ পাস না করলে স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন হয়ে যাবে-এটা হাস্যকর। পরীক্ষায় অটোপাসের মতো বিষয় সংবিধানে থাকতে পারে না,’ মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এ প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐক্যমত কমিশন কেবল কিছু সুপারিশ দিয়ে দায়মুক্তি পেতে চাইছে। তিনি বলেন, ‘আমরা আশা করি উপদেষ্টা পরিষদ ও সরকার গভীর আলোচনা করবে এবং সাংবিধানিক ভিত্তি রয়েছে এমন পদ্ধতি গ্রহণ করবে।’
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ জানান, আরপিওর ২০ ধারার উপধারায় দলীয় প্রতীকসহ কিছু বিধান নিয়ে তারা আলোচনা করেছেন। বেশ কিছু বিষয়ে সমঝোতা হলেও দলীয় প্রতীক ব্যবহারের বিষয়ে একমত হয়নি কমিশন। উদ্বেগ বিবেচনায় না আসায় এ বিষয়ে তারা চিঠি দিয়েছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোর নিজস্ব প্রতীক থাকার প্রয়োজন। আগের বিধান বহাল রাখার দাবি জানিয়েছি আমরা।’
ঐক্যমত কমিশন প্রস্তাবিত সুপারিশের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, প্রস্তাবনার বাইরেও নতুন কিছু সংযোজন করা হয়েছে, যা কমিশনে আগে আলোচিত হয়নি। ‘জুলাই সনদে ২৭০ দিনের মধ্যে সংস্কার পরিষদ পাস না করলে স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন হয়ে যাবে-এটা হাস্যকর। পরীক্ষায় অটোপাসের মতো বিষয় সংবিধানে থাকতে পারে না,’ মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এ প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি।’
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!