জাপান ঘরের মাঠে দুর্দান্ত খেলায় ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। এ পর্যন্ত সেলেসাওদের বিপক্ষে ৯ ম্যাচে জয় না পাওয়া জাপান তাদের দশম ম্যাচেই প্রথম জয় অর্জন করল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ম্যাচে প্রথমার্ধে ব্রাজিল ২-০ এগিয়ে যায় পাউলো হেনরিক ও গাব্রিয়েল মার্টিনেলির গোলের মাধ্যমে। কিন্তু দ্বিতীয়ার্ধে দ্রুত ফিরে আসে জাপান। ৫২ মিনিটে তাকুমি মিনামিনো এবং ৬২ মিনিটে কেইটো নাকামুরার গোলে সমতা ফেরে। ৭১ মিনিটে আইসে উয়েদার গোল জাপানকে ইতিহাসিক লিড এনে দেয়। শেষ পর্যন্ত ব্রাজিল সমতায় ফেরাতে না পেরে ৩-২ গোলে হেরে যায়।
ম্যাচে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি কয়েকজন খেলোয়াড়কে পরিবর্তন আনে, কিন্তু তা জাপানের আত্মবিশ্বাসী খেলাকে থামাতে পারে না। জাপানের এই জয় সেলেসাওদের বিপক্ষে তাদের ইতিহাসে প্রথম।
জাপান ঘরের মাঠে দুর্দান্ত খেলায় ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। এ পর্যন্ত সেলেসাওদের বিপক্ষে ৯ ম্যাচে জয় না পাওয়া জাপান তাদের দশম ম্যাচেই প্রথম জয় অর্জন করল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ম্যাচে প্রথমার্ধে ব্রাজিল ২-০ এগিয়ে যায় পাউলো হেনরিক ও গাব্রিয়েল মার্টিনেলির গোলের মাধ্যমে। কিন্তু দ্বিতীয়ার্ধে দ্রুত ফিরে আসে জাপান। ৫২ মিনিটে তাকুমি মিনামিনো এবং ৬২ মিনিটে কেইটো নাকামুরার গোলে সমতা ফেরে। ৭১ মিনিটে আইসে উয়েদার গোল জাপানকে ইতিহাসিক লিড এনে দেয়। শেষ পর্যন্ত ব্রাজিল সমতায় ফেরাতে না পেরে ৩-২ গোলে হেরে যায়।
ম্যাচে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি কয়েকজন খেলোয়াড়কে পরিবর্তন আনে, কিন্তু তা জাপানের আত্মবিশ্বাসী খেলাকে থামাতে পারে না। জাপানের এই জয় সেলেসাওদের বিপক্ষে তাদের ইতিহাসে প্রথম।
জাপান ঘরের মাঠে দুর্দান্ত খেলায় ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। এ পর্যন্ত সেলেসাওদের বিপক্ষে ৯ ম্যাচে জয় না পাওয়া জাপান তাদের দশম ম্যাচেই প্রথম জয় অর্জন করল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ম্যাচে প্রথমার্ধে ব্রাজিল ২-০ এগিয়ে যায় পাউলো হেনরিক ও গাব্রিয়েল মার্টিনেলির গোলের মাধ্যমে। কিন্তু দ্বিতীয়ার্ধে দ্রুত ফিরে আসে জাপান। ৫২ মিনিটে তাকুমি মিনামিনো এবং ৬২ মিনিটে কেইটো নাকামুরার গোলে সমতা ফেরে। ৭১ মিনিটে আইসে উয়েদার গোল জাপানকে ইতিহাসিক লিড এনে দেয়। শেষ পর্যন্ত ব্রাজিল সমতায় ফেরাতে না পেরে ৩-২ গোলে হেরে যায়।
ম্যাচে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি কয়েকজন খেলোয়াড়কে পরিবর্তন আনে, কিন্তু তা জাপানের আত্মবিশ্বাসী খেলাকে থামাতে পারে না। জাপানের এই জয় সেলেসাওদের বিপক্ষে তাদের ইতিহাসে প্রথম।
জাপান ঘরের মাঠে দুর্দান্ত খেলায় ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। এ পর্যন্ত সেলেসাওদের বিপক্ষে ৯ ম্যাচে জয় না পাওয়া জাপান তাদের দশম ম্যাচেই প্রথম জয় অর্জন করল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ম্যাচে প্রথমার্ধে ব্রাজিল ২-০ এগিয়ে যায় পাউলো হেনরিক ও গাব্রিয়েল মার্টিনেলির গোলের মাধ্যমে। কিন্তু দ্বিতীয়ার্ধে দ্রুত ফিরে আসে জাপান। ৫২ মিনিটে তাকুমি মিনামিনো এবং ৬২ মিনিটে কেইটো নাকামুরার গোলে সমতা ফেরে। ৭১ মিনিটে আইসে উয়েদার গোল জাপানকে ইতিহাসিক লিড এনে দেয়। শেষ পর্যন্ত ব্রাজিল সমতায় ফেরাতে না পেরে ৩-২ গোলে হেরে যায়।
ম্যাচে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি কয়েকজন খেলোয়াড়কে পরিবর্তন আনে, কিন্তু তা জাপানের আত্মবিশ্বাসী খেলাকে থামাতে পারে না। জাপানের এই জয় সেলেসাওদের বিপক্ষে তাদের ইতিহাসে প্রথম।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!