আগামী নির্বাচনে পলাতক আসামিদের প্রার্থী হওয়া যাবে না-এমন বিধান যুক্ত করে জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একই বৈঠকে শ্রম আইন সংশোধনসহ আরও একটি আইন চূড়ান্তভাবে এবং তিনটি আইন নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, ‘আজ আমাদের দুটি গুরুত্বপূর্ণ আইন চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে-বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ ও নির্বাচন-সংক্রান্ত আরপিও আইন। এছাড়া দুর্নীতি দমন কমিশন আইন, সুপ্রিম কোর্ট সচিবালয় আইন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।’
আইন উপদেষ্টা জানান, সংশোধিত আরপিও আইনে নতুন করে যুক্ত হয়েছে পলাতক আসামিদের প্রার্থী না হওয়ার বিধান। পাশাপাশি ভোট গণনার সময় গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিতেরও ব্যবস্থা রাখা হয়েছে।
শ্রম আইন সংশোধনকে যুগান্তকারী উল্লেখ করে ড. আসিফ নজরুল বলেন, ‘এই আইন শ্রমিকদের স্বার্থ রক্ষা ও কল্যাণের জন্য বড় পদক্ষেপ। ৯০টি ধারা ও তিনটি শিডিউলে সংশোধনী আনা হয়েছে। শ্রমিকের সংজ্ঞা বিস্তৃত করা হয়েছে— এখন থেকে গৃহপরিচারক ও নাবিকরাও শ্রমিক হিসেবে সুরক্ষা পাবেন।’
তিনি আরও জানান, ব্ল্যাকলিস্টিং প্রথা অবৈধ ঘোষণা করা হয়েছে, যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, প্রসূতি নারীদের জন্য বাড়তি সুবিধা, এবং ট্রেড ইউনিয়ন গঠন প্রক্রিয়া সহজ করার বিধান রাখা হয়েছে।
একই সঙ্গে শ্রমিকদের মধ্যে লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ, দুর্ঘটনা ক্ষতিপূরণ তহবিল গঠন এবং আহত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থাও আইনে যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
আগামী নির্বাচনে পলাতক আসামিদের প্রার্থী হওয়া যাবে না-এমন বিধান যুক্ত করে জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একই বৈঠকে শ্রম আইন সংশোধনসহ আরও একটি আইন চূড়ান্তভাবে এবং তিনটি আইন নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, ‘আজ আমাদের দুটি গুরুত্বপূর্ণ আইন চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে-বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ ও নির্বাচন-সংক্রান্ত আরপিও আইন। এছাড়া দুর্নীতি দমন কমিশন আইন, সুপ্রিম কোর্ট সচিবালয় আইন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।’
আইন উপদেষ্টা জানান, সংশোধিত আরপিও আইনে নতুন করে যুক্ত হয়েছে পলাতক আসামিদের প্রার্থী না হওয়ার বিধান। পাশাপাশি ভোট গণনার সময় গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিতেরও ব্যবস্থা রাখা হয়েছে।
শ্রম আইন সংশোধনকে যুগান্তকারী উল্লেখ করে ড. আসিফ নজরুল বলেন, ‘এই আইন শ্রমিকদের স্বার্থ রক্ষা ও কল্যাণের জন্য বড় পদক্ষেপ। ৯০টি ধারা ও তিনটি শিডিউলে সংশোধনী আনা হয়েছে। শ্রমিকের সংজ্ঞা বিস্তৃত করা হয়েছে— এখন থেকে গৃহপরিচারক ও নাবিকরাও শ্রমিক হিসেবে সুরক্ষা পাবেন।’
তিনি আরও জানান, ব্ল্যাকলিস্টিং প্রথা অবৈধ ঘোষণা করা হয়েছে, যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, প্রসূতি নারীদের জন্য বাড়তি সুবিধা, এবং ট্রেড ইউনিয়ন গঠন প্রক্রিয়া সহজ করার বিধান রাখা হয়েছে।
একই সঙ্গে শ্রমিকদের মধ্যে লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ, দুর্ঘটনা ক্ষতিপূরণ তহবিল গঠন এবং আহত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থাও আইনে যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
আগামী নির্বাচনে পলাতক আসামিদের প্রার্থী হওয়া যাবে না-এমন বিধান যুক্ত করে জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একই বৈঠকে শ্রম আইন সংশোধনসহ আরও একটি আইন চূড়ান্তভাবে এবং তিনটি আইন নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, ‘আজ আমাদের দুটি গুরুত্বপূর্ণ আইন চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে-বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ ও নির্বাচন-সংক্রান্ত আরপিও আইন। এছাড়া দুর্নীতি দমন কমিশন আইন, সুপ্রিম কোর্ট সচিবালয় আইন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।’
আইন উপদেষ্টা জানান, সংশোধিত আরপিও আইনে নতুন করে যুক্ত হয়েছে পলাতক আসামিদের প্রার্থী না হওয়ার বিধান। পাশাপাশি ভোট গণনার সময় গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিতেরও ব্যবস্থা রাখা হয়েছে।
শ্রম আইন সংশোধনকে যুগান্তকারী উল্লেখ করে ড. আসিফ নজরুল বলেন, ‘এই আইন শ্রমিকদের স্বার্থ রক্ষা ও কল্যাণের জন্য বড় পদক্ষেপ। ৯০টি ধারা ও তিনটি শিডিউলে সংশোধনী আনা হয়েছে। শ্রমিকের সংজ্ঞা বিস্তৃত করা হয়েছে— এখন থেকে গৃহপরিচারক ও নাবিকরাও শ্রমিক হিসেবে সুরক্ষা পাবেন।’
তিনি আরও জানান, ব্ল্যাকলিস্টিং প্রথা অবৈধ ঘোষণা করা হয়েছে, যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, প্রসূতি নারীদের জন্য বাড়তি সুবিধা, এবং ট্রেড ইউনিয়ন গঠন প্রক্রিয়া সহজ করার বিধান রাখা হয়েছে।
একই সঙ্গে শ্রমিকদের মধ্যে লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ, দুর্ঘটনা ক্ষতিপূরণ তহবিল গঠন এবং আহত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থাও আইনে যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
আগামী নির্বাচনে পলাতক আসামিদের প্রার্থী হওয়া যাবে না-এমন বিধান যুক্ত করে জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একই বৈঠকে শ্রম আইন সংশোধনসহ আরও একটি আইন চূড়ান্তভাবে এবং তিনটি আইন নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, ‘আজ আমাদের দুটি গুরুত্বপূর্ণ আইন চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে-বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ ও নির্বাচন-সংক্রান্ত আরপিও আইন। এছাড়া দুর্নীতি দমন কমিশন আইন, সুপ্রিম কোর্ট সচিবালয় আইন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।’
আইন উপদেষ্টা জানান, সংশোধিত আরপিও আইনে নতুন করে যুক্ত হয়েছে পলাতক আসামিদের প্রার্থী না হওয়ার বিধান। পাশাপাশি ভোট গণনার সময় গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিতেরও ব্যবস্থা রাখা হয়েছে।
শ্রম আইন সংশোধনকে যুগান্তকারী উল্লেখ করে ড. আসিফ নজরুল বলেন, ‘এই আইন শ্রমিকদের স্বার্থ রক্ষা ও কল্যাণের জন্য বড় পদক্ষেপ। ৯০টি ধারা ও তিনটি শিডিউলে সংশোধনী আনা হয়েছে। শ্রমিকের সংজ্ঞা বিস্তৃত করা হয়েছে— এখন থেকে গৃহপরিচারক ও নাবিকরাও শ্রমিক হিসেবে সুরক্ষা পাবেন।’
তিনি আরও জানান, ব্ল্যাকলিস্টিং প্রথা অবৈধ ঘোষণা করা হয়েছে, যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, প্রসূতি নারীদের জন্য বাড়তি সুবিধা, এবং ট্রেড ইউনিয়ন গঠন প্রক্রিয়া সহজ করার বিধান রাখা হয়েছে।
একই সঙ্গে শ্রমিকদের মধ্যে লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ, দুর্ঘটনা ক্ষতিপূরণ তহবিল গঠন এবং আহত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থাও আইনে যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!