জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ হোসেন খুনের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। সমাবেশ থেকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সরকারকে আহ্বান জানানো হয়।
রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে টিএসসি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাস চত্বরের পাশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভকালে ছাত্রদল নেতাকর্মীরা ‘আমার ভাই খুন কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন স্থানে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হত্যার ন্যারেটিভ তৈরি করা হয়েছে। বিভিন্ন সময় মেধাবী ছাত্রদল নেতাদের হত্যা করা হয়েছে। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীও নৃশংসভাবে খুন হয়েছেন।
তিনি আরও বলেন,এই ইন্টেরিম সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই— যদি এই ঘটনার দ্রুত বিচার না হয়, তাহলে আন্দোলন আরও তীব্র হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন ডাকসুতে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, ঢাবি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে নিহত হন জবি ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ হোসেন খুনের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। সমাবেশ থেকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সরকারকে আহ্বান জানানো হয়।
রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে টিএসসি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাস চত্বরের পাশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভকালে ছাত্রদল নেতাকর্মীরা ‘আমার ভাই খুন কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন স্থানে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হত্যার ন্যারেটিভ তৈরি করা হয়েছে। বিভিন্ন সময় মেধাবী ছাত্রদল নেতাদের হত্যা করা হয়েছে। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীও নৃশংসভাবে খুন হয়েছেন।
তিনি আরও বলেন,এই ইন্টেরিম সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই— যদি এই ঘটনার দ্রুত বিচার না হয়, তাহলে আন্দোলন আরও তীব্র হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন ডাকসুতে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, ঢাবি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে নিহত হন জবি ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ হোসেন খুনের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। সমাবেশ থেকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সরকারকে আহ্বান জানানো হয়।
রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে টিএসসি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাস চত্বরের পাশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভকালে ছাত্রদল নেতাকর্মীরা ‘আমার ভাই খুন কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন স্থানে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হত্যার ন্যারেটিভ তৈরি করা হয়েছে। বিভিন্ন সময় মেধাবী ছাত্রদল নেতাদের হত্যা করা হয়েছে। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীও নৃশংসভাবে খুন হয়েছেন।
তিনি আরও বলেন,এই ইন্টেরিম সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই— যদি এই ঘটনার দ্রুত বিচার না হয়, তাহলে আন্দোলন আরও তীব্র হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন ডাকসুতে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, ঢাবি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে নিহত হন জবি ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ হোসেন খুনের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। সমাবেশ থেকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সরকারকে আহ্বান জানানো হয়।
রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে টিএসসি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাস চত্বরের পাশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভকালে ছাত্রদল নেতাকর্মীরা ‘আমার ভাই খুন কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন স্থানে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হত্যার ন্যারেটিভ তৈরি করা হয়েছে। বিভিন্ন সময় মেধাবী ছাত্রদল নেতাদের হত্যা করা হয়েছে। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীও নৃশংসভাবে খুন হয়েছেন।
তিনি আরও বলেন,এই ইন্টেরিম সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই— যদি এই ঘটনার দ্রুত বিচার না হয়, তাহলে আন্দোলন আরও তীব্র হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন ডাকসুতে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, ঢাবি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে নিহত হন জবি ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!