
৪০ বছর পেরিয়ে আগের মতো মাঠে সেই সক্রিয় ও শক্তিশালী উপস্থিতিতে হয়তো ঘাটতি আছে, তবে নিবেদনে কোনো কমতি রাখেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে এখনও নিয়মিত বিরতিতে বিভিন্ন রেকর্ডের পাশে আল নাসরের এই পর্তুগিজ সুপারস্টারের নাম তুলতে দেখা যায়। তবে ইউরোপীয় ক্লাব ছেড়ে যাওয়ার পর শিরোপাখরা কাটছে না এই আল নাসর তারকার। সৌদি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৩টি টুর্নামেন্ট খেললেও শিরোপা জেতা হয়নি সিআরসেভেনের।
গতকাল (বুধবার) সৌদি কিং কাপ থেকে বিদায়ের মধ্য দিয়ে আল নাসরের জার্সিতে ১৩তম বার রোনালদোর শিরোপার স্বপ্নভঙ্গ হলো। আল আওয়াল পার্কে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে আল ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরেছে আল নাসর। রোনালদোর প্রতিপক্ষ ইত্তিহাদকে জিতিয়েছেন তারই এক সময়কার রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমা।
সাবেক এই ফরাসি ফরোয়ার্ডের গোলেই ম্যাচের মাত্র ১৫ মিনিটে লিড নেয় ইত্তিহাদ। প্রথমার্ধেই অবশ্য আল নাসর সমতায় ফেরে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদোরা আবারও পিছিয়ে যায় হুসেম আওয়ারের গোলে। তবে এর খানিক বাদেই ইত্তিহাদ বড় ধাক্কা খায়। ৪৯ আহমেদ আল-জুলায়দান লাল কার্ড দেখলে বেনজেমার দল ১০ জনে পরিণত হয়। একজন কম থাকা সত্ত্বেও রোনালদো-ফেলিক্স-মানেদের নিয়ে গঠিত তারকাবহুল আল নাসর সুবিধাটা আদায় করতে ব্যর্থ।
ফ্রি-কিক থেকে দলকে পথ দেখানোর সুযোগ ছিল আগের ম্যাচেই ৯৫০তম গোল করা পর্তুগিজ তারকার। কিন্তু তার সেই শট আঘাত করেছে ইত্তিহাদের মানব দেয়ালে। পুরো ম্যাচে পাঁচটি শট নিয়ে কেবল একটি পোস্টে রাখতে পারেন রোনালদো। স্কোরকার্ডে ২-১ ব্যবধান তার জন্য কেবলই হার নয়, এটি বরং আল নাসরে ১৩তম বার তার প্রথম শিরোপার আক্ষেপ পূর্ণ না হওয়ার নামান্তর।
২০২৩ সালের শুরুতে ফুটবলবিশ্বকে চমকে দিয়ে আল নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। পেছনে ফেলে এসেছেন রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বর্ণাঢ্য সব অধ্যায়। তার পথ ধরে সৌদি আরবের বিভিন্ন ক্লাবে যোগ দেন আরও কিছু নামি-দামি তারকা। নেইমারসহ কয়েকজন ম্লান হয়ে ফিরলেও, বেনজেমা-মানেরা খেলে যাচ্ছেন সেখানে। রোনালদোর অধীনে আল নাসর খালি হাতে ফিরেছে ৩টি সৌদি লিগ, ৪টি কিংস কাপ, ৪টি সুপার কাপ ও ২টি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে।
চলতি মৌসুমে অবশ্য এখনও শিরোপাখরা কাটানোর সুযোগ আছে আল নাসরের সামনে। এখন পর্যন্ত সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে ৬ ম্যাচের সবকটিতে জিতে শীর্ষস্থান এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে-২ এ অপরাজেয় রয়েছে। যা অন্তত চলতি মৌসুমে শিরোপা জয়ের আশা এখনও বাঁচিয়ে রেখেছে। এর আগে সৌদি ক্লাবটিতে রোনালদো অভিষেক আসরেই আরব ক্লাব কাপ জিতেছিলেন, কিন্তু সেটি ফিফা স্বীকৃত নয়।

৪০ বছর পেরিয়ে আগের মতো মাঠে সেই সক্রিয় ও শক্তিশালী উপস্থিতিতে হয়তো ঘাটতি আছে, তবে নিবেদনে কোনো কমতি রাখেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে এখনও নিয়মিত বিরতিতে বিভিন্ন রেকর্ডের পাশে আল নাসরের এই পর্তুগিজ সুপারস্টারের নাম তুলতে দেখা যায়। তবে ইউরোপীয় ক্লাব ছেড়ে যাওয়ার পর শিরোপাখরা কাটছে না এই আল নাসর তারকার। সৌদি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৩টি টুর্নামেন্ট খেললেও শিরোপা জেতা হয়নি সিআরসেভেনের।
গতকাল (বুধবার) সৌদি কিং কাপ থেকে বিদায়ের মধ্য দিয়ে আল নাসরের জার্সিতে ১৩তম বার রোনালদোর শিরোপার স্বপ্নভঙ্গ হলো। আল আওয়াল পার্কে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে আল ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরেছে আল নাসর। রোনালদোর প্রতিপক্ষ ইত্তিহাদকে জিতিয়েছেন তারই এক সময়কার রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমা।
সাবেক এই ফরাসি ফরোয়ার্ডের গোলেই ম্যাচের মাত্র ১৫ মিনিটে লিড নেয় ইত্তিহাদ। প্রথমার্ধেই অবশ্য আল নাসর সমতায় ফেরে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদোরা আবারও পিছিয়ে যায় হুসেম আওয়ারের গোলে। তবে এর খানিক বাদেই ইত্তিহাদ বড় ধাক্কা খায়। ৪৯ আহমেদ আল-জুলায়দান লাল কার্ড দেখলে বেনজেমার দল ১০ জনে পরিণত হয়। একজন কম থাকা সত্ত্বেও রোনালদো-ফেলিক্স-মানেদের নিয়ে গঠিত তারকাবহুল আল নাসর সুবিধাটা আদায় করতে ব্যর্থ।
ফ্রি-কিক থেকে দলকে পথ দেখানোর সুযোগ ছিল আগের ম্যাচেই ৯৫০তম গোল করা পর্তুগিজ তারকার। কিন্তু তার সেই শট আঘাত করেছে ইত্তিহাদের মানব দেয়ালে। পুরো ম্যাচে পাঁচটি শট নিয়ে কেবল একটি পোস্টে রাখতে পারেন রোনালদো। স্কোরকার্ডে ২-১ ব্যবধান তার জন্য কেবলই হার নয়, এটি বরং আল নাসরে ১৩তম বার তার প্রথম শিরোপার আক্ষেপ পূর্ণ না হওয়ার নামান্তর।
২০২৩ সালের শুরুতে ফুটবলবিশ্বকে চমকে দিয়ে আল নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। পেছনে ফেলে এসেছেন রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বর্ণাঢ্য সব অধ্যায়। তার পথ ধরে সৌদি আরবের বিভিন্ন ক্লাবে যোগ দেন আরও কিছু নামি-দামি তারকা। নেইমারসহ কয়েকজন ম্লান হয়ে ফিরলেও, বেনজেমা-মানেরা খেলে যাচ্ছেন সেখানে। রোনালদোর অধীনে আল নাসর খালি হাতে ফিরেছে ৩টি সৌদি লিগ, ৪টি কিংস কাপ, ৪টি সুপার কাপ ও ২টি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে।
চলতি মৌসুমে অবশ্য এখনও শিরোপাখরা কাটানোর সুযোগ আছে আল নাসরের সামনে। এখন পর্যন্ত সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে ৬ ম্যাচের সবকটিতে জিতে শীর্ষস্থান এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে-২ এ অপরাজেয় রয়েছে। যা অন্তত চলতি মৌসুমে শিরোপা জয়ের আশা এখনও বাঁচিয়ে রেখেছে। এর আগে সৌদি ক্লাবটিতে রোনালদো অভিষেক আসরেই আরব ক্লাব কাপ জিতেছিলেন, কিন্তু সেটি ফিফা স্বীকৃত নয়।

৪০ বছর পেরিয়ে আগের মতো মাঠে সেই সক্রিয় ও শক্তিশালী উপস্থিতিতে হয়তো ঘাটতি আছে, তবে নিবেদনে কোনো কমতি রাখেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে এখনও নিয়মিত বিরতিতে বিভিন্ন রেকর্ডের পাশে আল নাসরের এই পর্তুগিজ সুপারস্টারের নাম তুলতে দেখা যায়। তবে ইউরোপীয় ক্লাব ছেড়ে যাওয়ার পর শিরোপাখরা কাটছে না এই আল নাসর তারকার। সৌদি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৩টি টুর্নামেন্ট খেললেও শিরোপা জেতা হয়নি সিআরসেভেনের।
গতকাল (বুধবার) সৌদি কিং কাপ থেকে বিদায়ের মধ্য দিয়ে আল নাসরের জার্সিতে ১৩তম বার রোনালদোর শিরোপার স্বপ্নভঙ্গ হলো। আল আওয়াল পার্কে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে আল ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরেছে আল নাসর। রোনালদোর প্রতিপক্ষ ইত্তিহাদকে জিতিয়েছেন তারই এক সময়কার রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমা।
সাবেক এই ফরাসি ফরোয়ার্ডের গোলেই ম্যাচের মাত্র ১৫ মিনিটে লিড নেয় ইত্তিহাদ। প্রথমার্ধেই অবশ্য আল নাসর সমতায় ফেরে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদোরা আবারও পিছিয়ে যায় হুসেম আওয়ারের গোলে। তবে এর খানিক বাদেই ইত্তিহাদ বড় ধাক্কা খায়। ৪৯ আহমেদ আল-জুলায়দান লাল কার্ড দেখলে বেনজেমার দল ১০ জনে পরিণত হয়। একজন কম থাকা সত্ত্বেও রোনালদো-ফেলিক্স-মানেদের নিয়ে গঠিত তারকাবহুল আল নাসর সুবিধাটা আদায় করতে ব্যর্থ।
ফ্রি-কিক থেকে দলকে পথ দেখানোর সুযোগ ছিল আগের ম্যাচেই ৯৫০তম গোল করা পর্তুগিজ তারকার। কিন্তু তার সেই শট আঘাত করেছে ইত্তিহাদের মানব দেয়ালে। পুরো ম্যাচে পাঁচটি শট নিয়ে কেবল একটি পোস্টে রাখতে পারেন রোনালদো। স্কোরকার্ডে ২-১ ব্যবধান তার জন্য কেবলই হার নয়, এটি বরং আল নাসরে ১৩তম বার তার প্রথম শিরোপার আক্ষেপ পূর্ণ না হওয়ার নামান্তর।
২০২৩ সালের শুরুতে ফুটবলবিশ্বকে চমকে দিয়ে আল নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। পেছনে ফেলে এসেছেন রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বর্ণাঢ্য সব অধ্যায়। তার পথ ধরে সৌদি আরবের বিভিন্ন ক্লাবে যোগ দেন আরও কিছু নামি-দামি তারকা। নেইমারসহ কয়েকজন ম্লান হয়ে ফিরলেও, বেনজেমা-মানেরা খেলে যাচ্ছেন সেখানে। রোনালদোর অধীনে আল নাসর খালি হাতে ফিরেছে ৩টি সৌদি লিগ, ৪টি কিংস কাপ, ৪টি সুপার কাপ ও ২টি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে।
চলতি মৌসুমে অবশ্য এখনও শিরোপাখরা কাটানোর সুযোগ আছে আল নাসরের সামনে। এখন পর্যন্ত সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে ৬ ম্যাচের সবকটিতে জিতে শীর্ষস্থান এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে-২ এ অপরাজেয় রয়েছে। যা অন্তত চলতি মৌসুমে শিরোপা জয়ের আশা এখনও বাঁচিয়ে রেখেছে। এর আগে সৌদি ক্লাবটিতে রোনালদো অভিষেক আসরেই আরব ক্লাব কাপ জিতেছিলেন, কিন্তু সেটি ফিফা স্বীকৃত নয়।

৪০ বছর পেরিয়ে আগের মতো মাঠে সেই সক্রিয় ও শক্তিশালী উপস্থিতিতে হয়তো ঘাটতি আছে, তবে নিবেদনে কোনো কমতি রাখেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে এখনও নিয়মিত বিরতিতে বিভিন্ন রেকর্ডের পাশে আল নাসরের এই পর্তুগিজ সুপারস্টারের নাম তুলতে দেখা যায়। তবে ইউরোপীয় ক্লাব ছেড়ে যাওয়ার পর শিরোপাখরা কাটছে না এই আল নাসর তারকার। সৌদি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৩টি টুর্নামেন্ট খেললেও শিরোপা জেতা হয়নি সিআরসেভেনের।
গতকাল (বুধবার) সৌদি কিং কাপ থেকে বিদায়ের মধ্য দিয়ে আল নাসরের জার্সিতে ১৩তম বার রোনালদোর শিরোপার স্বপ্নভঙ্গ হলো। আল আওয়াল পার্কে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে আল ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরেছে আল নাসর। রোনালদোর প্রতিপক্ষ ইত্তিহাদকে জিতিয়েছেন তারই এক সময়কার রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমা।
সাবেক এই ফরাসি ফরোয়ার্ডের গোলেই ম্যাচের মাত্র ১৫ মিনিটে লিড নেয় ইত্তিহাদ। প্রথমার্ধেই অবশ্য আল নাসর সমতায় ফেরে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদোরা আবারও পিছিয়ে যায় হুসেম আওয়ারের গোলে। তবে এর খানিক বাদেই ইত্তিহাদ বড় ধাক্কা খায়। ৪৯ আহমেদ আল-জুলায়দান লাল কার্ড দেখলে বেনজেমার দল ১০ জনে পরিণত হয়। একজন কম থাকা সত্ত্বেও রোনালদো-ফেলিক্স-মানেদের নিয়ে গঠিত তারকাবহুল আল নাসর সুবিধাটা আদায় করতে ব্যর্থ।
ফ্রি-কিক থেকে দলকে পথ দেখানোর সুযোগ ছিল আগের ম্যাচেই ৯৫০তম গোল করা পর্তুগিজ তারকার। কিন্তু তার সেই শট আঘাত করেছে ইত্তিহাদের মানব দেয়ালে। পুরো ম্যাচে পাঁচটি শট নিয়ে কেবল একটি পোস্টে রাখতে পারেন রোনালদো। স্কোরকার্ডে ২-১ ব্যবধান তার জন্য কেবলই হার নয়, এটি বরং আল নাসরে ১৩তম বার তার প্রথম শিরোপার আক্ষেপ পূর্ণ না হওয়ার নামান্তর।
২০২৩ সালের শুরুতে ফুটবলবিশ্বকে চমকে দিয়ে আল নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। পেছনে ফেলে এসেছেন রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বর্ণাঢ্য সব অধ্যায়। তার পথ ধরে সৌদি আরবের বিভিন্ন ক্লাবে যোগ দেন আরও কিছু নামি-দামি তারকা। নেইমারসহ কয়েকজন ম্লান হয়ে ফিরলেও, বেনজেমা-মানেরা খেলে যাচ্ছেন সেখানে। রোনালদোর অধীনে আল নাসর খালি হাতে ফিরেছে ৩টি সৌদি লিগ, ৪টি কিংস কাপ, ৪টি সুপার কাপ ও ২টি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে।
চলতি মৌসুমে অবশ্য এখনও শিরোপাখরা কাটানোর সুযোগ আছে আল নাসরের সামনে। এখন পর্যন্ত সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে ৬ ম্যাচের সবকটিতে জিতে শীর্ষস্থান এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে-২ এ অপরাজেয় রয়েছে। যা অন্তত চলতি মৌসুমে শিরোপা জয়ের আশা এখনও বাঁচিয়ে রেখেছে। এর আগে সৌদি ক্লাবটিতে রোনালদো অভিষেক আসরেই আরব ক্লাব কাপ জিতেছিলেন, কিন্তু সেটি ফিফা স্বীকৃত নয়।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!