ফাইল ছবি
আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা জোরদার ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় মাঠে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কার্যক্রম স্বচ্ছ রাখতে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। এ লক্ষ্যে বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই বিমানবন্দরের ই-গেট চালু করা হবে। এতে ই-পাসপোর্টধারীরা সহজেই ই-গেট দিয়ে প্রবেশ করতে পারবেন।
সভায় সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাসহ বিভিন্ন নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা।
তিনি বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের জন্যও এখন থেকে সাধারণ নাগরিকদের মতোই সমান পাসপোর্ট ফি নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রবাসীদের ডিসেম্বরের মধ্যে ই-পাসপোর্ট প্রদান সম্পন্ন করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বিমানবন্দরের ই-গেটগুলো ইতোমধ্যে ইনস্টল করা হয়েছে, যা খুব শিগগিরই চালু করা হবে।
ফাইল ছবি
আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা জোরদার ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় মাঠে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কার্যক্রম স্বচ্ছ রাখতে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। এ লক্ষ্যে বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই বিমানবন্দরের ই-গেট চালু করা হবে। এতে ই-পাসপোর্টধারীরা সহজেই ই-গেট দিয়ে প্রবেশ করতে পারবেন।
সভায় সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাসহ বিভিন্ন নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা।
তিনি বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের জন্যও এখন থেকে সাধারণ নাগরিকদের মতোই সমান পাসপোর্ট ফি নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রবাসীদের ডিসেম্বরের মধ্যে ই-পাসপোর্ট প্রদান সম্পন্ন করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বিমানবন্দরের ই-গেটগুলো ইতোমধ্যে ইনস্টল করা হয়েছে, যা খুব শিগগিরই চালু করা হবে।
ফাইল ছবি
আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা জোরদার ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় মাঠে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কার্যক্রম স্বচ্ছ রাখতে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। এ লক্ষ্যে বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই বিমানবন্দরের ই-গেট চালু করা হবে। এতে ই-পাসপোর্টধারীরা সহজেই ই-গেট দিয়ে প্রবেশ করতে পারবেন।
সভায় সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাসহ বিভিন্ন নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা।
তিনি বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের জন্যও এখন থেকে সাধারণ নাগরিকদের মতোই সমান পাসপোর্ট ফি নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রবাসীদের ডিসেম্বরের মধ্যে ই-পাসপোর্ট প্রদান সম্পন্ন করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বিমানবন্দরের ই-গেটগুলো ইতোমধ্যে ইনস্টল করা হয়েছে, যা খুব শিগগিরই চালু করা হবে।
ফাইল ছবি
আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা জোরদার ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় মাঠে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কার্যক্রম স্বচ্ছ রাখতে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। এ লক্ষ্যে বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই বিমানবন্দরের ই-গেট চালু করা হবে। এতে ই-পাসপোর্টধারীরা সহজেই ই-গেট দিয়ে প্রবেশ করতে পারবেন।
সভায় সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাসহ বিভিন্ন নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা।
তিনি বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের জন্যও এখন থেকে সাধারণ নাগরিকদের মতোই সমান পাসপোর্ট ফি নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রবাসীদের ডিসেম্বরের মধ্যে ই-পাসপোর্ট প্রদান সম্পন্ন করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বিমানবন্দরের ই-গেটগুলো ইতোমধ্যে ইনস্টল করা হয়েছে, যা খুব শিগগিরই চালু করা হবে।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!