
মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, শোবিজে অল্প সময়েই তৈরি করে নিয়েছেন আলাদা অবস্থান। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি প্লাটফর্ম; সবখানেই নিজের অভিনয় শৈলীর স্বাক্ষর রাখছেন তিনি। অভিনয়ের পাশাপাশিগ্ল্যামার আর ফ্যাশনেও তিনি হয়ে ওঠেছেন নতুন প্রজন্মের আইকন।
সোশাল মিডিয়ায় সুনেরাহ বেশ সক্রিয়। নিয়মিত তাকে পোস্টে দিতে দেখা যায় কখনো জীবনের টুকরো ঘটনা, কখনো ছবি। একাধিকবার তার পোস্ট নিয়ে ট্রল হয়েছে, তবে এসব কখনোই পাত্তা দেন না তিনি।
সম্প্রতি নিজের আকর্ষণীয় কয়েকটি ছবি পোস্ট করে সুনেরাহ বিনতে কামাল আবারও ফেসবুকে নেটিজেনদের ট্রল ও নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছেন।
ছবিগুলোতে সুনেরাহকে দেখা গেছে হালকা নীল রঙের স্লিভলেস ও ব্যাকলেস গাউনে। একটু খোলামেলা হলেও একে মোটেও অশ্লীল বলা চলে না। বরং নান্দনিকই বলা চলে। অথচ সুনেরাহর এই পোশাক নিয়ে কতজনের কতো কথা। পৌষ মাসে গ্রীষ্মের সাজ, চরম গরম, সুইমিং স্যুটে দেখবো কবে ইত্যাদি নানারকম নেতিবাচক মন্তব্য চোখে পড়ে। অবশ্য প্রশংসা সূচক মন্তব্যও কম নয়।
এরকম ট্রলিং একদম কানে নেন না সুনেরাহ। তিনি নিজের মতোই আছেন, নিজের মতোই চলেন। পরনের পোশাক নিয়ে কে কি বলললো তাতে তার কিছুই যায় আসে না। বরং সুনেরাহর এই ফ্যাশন সচেতনতা তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা করে রেখেছে।

মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, শোবিজে অল্প সময়েই তৈরি করে নিয়েছেন আলাদা অবস্থান। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি প্লাটফর্ম; সবখানেই নিজের অভিনয় শৈলীর স্বাক্ষর রাখছেন তিনি। অভিনয়ের পাশাপাশিগ্ল্যামার আর ফ্যাশনেও তিনি হয়ে ওঠেছেন নতুন প্রজন্মের আইকন।
সোশাল মিডিয়ায় সুনেরাহ বেশ সক্রিয়। নিয়মিত তাকে পোস্টে দিতে দেখা যায় কখনো জীবনের টুকরো ঘটনা, কখনো ছবি। একাধিকবার তার পোস্ট নিয়ে ট্রল হয়েছে, তবে এসব কখনোই পাত্তা দেন না তিনি।
সম্প্রতি নিজের আকর্ষণীয় কয়েকটি ছবি পোস্ট করে সুনেরাহ বিনতে কামাল আবারও ফেসবুকে নেটিজেনদের ট্রল ও নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছেন।
ছবিগুলোতে সুনেরাহকে দেখা গেছে হালকা নীল রঙের স্লিভলেস ও ব্যাকলেস গাউনে। একটু খোলামেলা হলেও একে মোটেও অশ্লীল বলা চলে না। বরং নান্দনিকই বলা চলে। অথচ সুনেরাহর এই পোশাক নিয়ে কতজনের কতো কথা। পৌষ মাসে গ্রীষ্মের সাজ, চরম গরম, সুইমিং স্যুটে দেখবো কবে ইত্যাদি নানারকম নেতিবাচক মন্তব্য চোখে পড়ে। অবশ্য প্রশংসা সূচক মন্তব্যও কম নয়।
এরকম ট্রলিং একদম কানে নেন না সুনেরাহ। তিনি নিজের মতোই আছেন, নিজের মতোই চলেন। পরনের পোশাক নিয়ে কে কি বলললো তাতে তার কিছুই যায় আসে না। বরং সুনেরাহর এই ফ্যাশন সচেতনতা তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা করে রেখেছে।

মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, শোবিজে অল্প সময়েই তৈরি করে নিয়েছেন আলাদা অবস্থান। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি প্লাটফর্ম; সবখানেই নিজের অভিনয় শৈলীর স্বাক্ষর রাখছেন তিনি। অভিনয়ের পাশাপাশিগ্ল্যামার আর ফ্যাশনেও তিনি হয়ে ওঠেছেন নতুন প্রজন্মের আইকন।
সোশাল মিডিয়ায় সুনেরাহ বেশ সক্রিয়। নিয়মিত তাকে পোস্টে দিতে দেখা যায় কখনো জীবনের টুকরো ঘটনা, কখনো ছবি। একাধিকবার তার পোস্ট নিয়ে ট্রল হয়েছে, তবে এসব কখনোই পাত্তা দেন না তিনি।
সম্প্রতি নিজের আকর্ষণীয় কয়েকটি ছবি পোস্ট করে সুনেরাহ বিনতে কামাল আবারও ফেসবুকে নেটিজেনদের ট্রল ও নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছেন।
ছবিগুলোতে সুনেরাহকে দেখা গেছে হালকা নীল রঙের স্লিভলেস ও ব্যাকলেস গাউনে। একটু খোলামেলা হলেও একে মোটেও অশ্লীল বলা চলে না। বরং নান্দনিকই বলা চলে। অথচ সুনেরাহর এই পোশাক নিয়ে কতজনের কতো কথা। পৌষ মাসে গ্রীষ্মের সাজ, চরম গরম, সুইমিং স্যুটে দেখবো কবে ইত্যাদি নানারকম নেতিবাচক মন্তব্য চোখে পড়ে। অবশ্য প্রশংসা সূচক মন্তব্যও কম নয়।
এরকম ট্রলিং একদম কানে নেন না সুনেরাহ। তিনি নিজের মতোই আছেন, নিজের মতোই চলেন। পরনের পোশাক নিয়ে কে কি বলললো তাতে তার কিছুই যায় আসে না। বরং সুনেরাহর এই ফ্যাশন সচেতনতা তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা করে রেখেছে।

মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, শোবিজে অল্প সময়েই তৈরি করে নিয়েছেন আলাদা অবস্থান। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি প্লাটফর্ম; সবখানেই নিজের অভিনয় শৈলীর স্বাক্ষর রাখছেন তিনি। অভিনয়ের পাশাপাশিগ্ল্যামার আর ফ্যাশনেও তিনি হয়ে ওঠেছেন নতুন প্রজন্মের আইকন।
সোশাল মিডিয়ায় সুনেরাহ বেশ সক্রিয়। নিয়মিত তাকে পোস্টে দিতে দেখা যায় কখনো জীবনের টুকরো ঘটনা, কখনো ছবি। একাধিকবার তার পোস্ট নিয়ে ট্রল হয়েছে, তবে এসব কখনোই পাত্তা দেন না তিনি।
সম্প্রতি নিজের আকর্ষণীয় কয়েকটি ছবি পোস্ট করে সুনেরাহ বিনতে কামাল আবারও ফেসবুকে নেটিজেনদের ট্রল ও নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছেন।
ছবিগুলোতে সুনেরাহকে দেখা গেছে হালকা নীল রঙের স্লিভলেস ও ব্যাকলেস গাউনে। একটু খোলামেলা হলেও একে মোটেও অশ্লীল বলা চলে না। বরং নান্দনিকই বলা চলে। অথচ সুনেরাহর এই পোশাক নিয়ে কতজনের কতো কথা। পৌষ মাসে গ্রীষ্মের সাজ, চরম গরম, সুইমিং স্যুটে দেখবো কবে ইত্যাদি নানারকম নেতিবাচক মন্তব্য চোখে পড়ে। অবশ্য প্রশংসা সূচক মন্তব্যও কম নয়।
এরকম ট্রলিং একদম কানে নেন না সুনেরাহ। তিনি নিজের মতোই আছেন, নিজের মতোই চলেন। পরনের পোশাক নিয়ে কে কি বলললো তাতে তার কিছুই যায় আসে না। বরং সুনেরাহর এই ফ্যাশন সচেতনতা তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা করে রেখেছে।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!