বিজয়ের মাস ডিসেম্বরেই দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩২২ কোটি ৬৬ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে। এর মাধ্যমে দেশের রেমিট্যান্স প্রবাহে দ্বিতীয় সর্বোচ্চ মাস হিসেবে রেকর্ড গড়লো ডিসেম্বর ২০২৫। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে-৩২৯ কোটি ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ছিল গত বছরের মে মাসে ২৯৭ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের রেমিট্যান্স নভেম্বর মাসের তুলনায় প্রায় ৩৪ কোটি ডলার বেশি। গত নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার। একই সঙ্গে গত বছরের ডিসেম্বরের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫৯ কোটি ডলার। ২০২৪ সালের ডিসেম্বরে দেশে এসেছিল ২৬৪ কোটি ডলারের রেমিট্যান্স।
ডিসেম্বর মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি-২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৮ লাখ ৯০ হাজার ডলার।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল-জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রণোদনা অব্যাহত থাকা, হুন্ডি দমন, ব্যাংকিং চ্যানেলে ডলার বিনিময় হার তুলনামূলক স্থিতিশীল থাকা এবং প্রবাসীদের আস্থার কারণে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়িয়েছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। চলতি অর্থবছরেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিজয়ের মাস ডিসেম্বরেই দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩২২ কোটি ৬৬ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে। এর মাধ্যমে দেশের রেমিট্যান্স প্রবাহে দ্বিতীয় সর্বোচ্চ মাস হিসেবে রেকর্ড গড়লো ডিসেম্বর ২০২৫। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে-৩২৯ কোটি ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ছিল গত বছরের মে মাসে ২৯৭ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের রেমিট্যান্স নভেম্বর মাসের তুলনায় প্রায় ৩৪ কোটি ডলার বেশি। গত নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার। একই সঙ্গে গত বছরের ডিসেম্বরের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫৯ কোটি ডলার। ২০২৪ সালের ডিসেম্বরে দেশে এসেছিল ২৬৪ কোটি ডলারের রেমিট্যান্স।
ডিসেম্বর মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি-২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৮ লাখ ৯০ হাজার ডলার।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল-জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রণোদনা অব্যাহত থাকা, হুন্ডি দমন, ব্যাংকিং চ্যানেলে ডলার বিনিময় হার তুলনামূলক স্থিতিশীল থাকা এবং প্রবাসীদের আস্থার কারণে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়িয়েছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। চলতি অর্থবছরেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিজয়ের মাস ডিসেম্বরেই দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩২২ কোটি ৬৬ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে। এর মাধ্যমে দেশের রেমিট্যান্স প্রবাহে দ্বিতীয় সর্বোচ্চ মাস হিসেবে রেকর্ড গড়লো ডিসেম্বর ২০২৫। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে-৩২৯ কোটি ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ছিল গত বছরের মে মাসে ২৯৭ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের রেমিট্যান্স নভেম্বর মাসের তুলনায় প্রায় ৩৪ কোটি ডলার বেশি। গত নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার। একই সঙ্গে গত বছরের ডিসেম্বরের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫৯ কোটি ডলার। ২০২৪ সালের ডিসেম্বরে দেশে এসেছিল ২৬৪ কোটি ডলারের রেমিট্যান্স।
ডিসেম্বর মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি-২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৮ লাখ ৯০ হাজার ডলার।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল-জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রণোদনা অব্যাহত থাকা, হুন্ডি দমন, ব্যাংকিং চ্যানেলে ডলার বিনিময় হার তুলনামূলক স্থিতিশীল থাকা এবং প্রবাসীদের আস্থার কারণে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়িয়েছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। চলতি অর্থবছরেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিজয়ের মাস ডিসেম্বরেই দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩২২ কোটি ৬৬ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে। এর মাধ্যমে দেশের রেমিট্যান্স প্রবাহে দ্বিতীয় সর্বোচ্চ মাস হিসেবে রেকর্ড গড়লো ডিসেম্বর ২০২৫। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে-৩২৯ কোটি ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ছিল গত বছরের মে মাসে ২৯৭ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের রেমিট্যান্স নভেম্বর মাসের তুলনায় প্রায় ৩৪ কোটি ডলার বেশি। গত নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার। একই সঙ্গে গত বছরের ডিসেম্বরের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫৯ কোটি ডলার। ২০২৪ সালের ডিসেম্বরে দেশে এসেছিল ২৬৪ কোটি ডলারের রেমিট্যান্স।
ডিসেম্বর মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি-২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৮ লাখ ৯০ হাজার ডলার।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল-জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রণোদনা অব্যাহত থাকা, হুন্ডি দমন, ব্যাংকিং চ্যানেলে ডলার বিনিময় হার তুলনামূলক স্থিতিশীল থাকা এবং প্রবাসীদের আস্থার কারণে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়িয়েছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। চলতি অর্থবছরেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!