
সাভারের সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আবাসিক শিক্ষার্থীদের দ্রুত হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২৭ অক্টোবর) ভাইস চ্যান্সেলরের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর আকতার হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত ২৮ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিটি ইউনিভার্সিটির চারটি আবাসিক হলের শিক্ষার্থীদের ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে হল খালি করতে হবে।
এর আগে রোববার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় তুচ্ছ একটি বিষয়-থুথু ফেলা নিয়ে-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মধ্যরাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকে প্রশাসনিক ভবনে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগ করে বলে জানা গেছে।
এ ঘটনার পর উত্তেজনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাভারের সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আবাসিক শিক্ষার্থীদের দ্রুত হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২৭ অক্টোবর) ভাইস চ্যান্সেলরের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর আকতার হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত ২৮ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিটি ইউনিভার্সিটির চারটি আবাসিক হলের শিক্ষার্থীদের ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে হল খালি করতে হবে।
এর আগে রোববার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় তুচ্ছ একটি বিষয়-থুথু ফেলা নিয়ে-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মধ্যরাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকে প্রশাসনিক ভবনে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগ করে বলে জানা গেছে।
এ ঘটনার পর উত্তেজনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাভারের সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আবাসিক শিক্ষার্থীদের দ্রুত হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২৭ অক্টোবর) ভাইস চ্যান্সেলরের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর আকতার হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত ২৮ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিটি ইউনিভার্সিটির চারটি আবাসিক হলের শিক্ষার্থীদের ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে হল খালি করতে হবে।
এর আগে রোববার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় তুচ্ছ একটি বিষয়-থুথু ফেলা নিয়ে-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মধ্যরাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকে প্রশাসনিক ভবনে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগ করে বলে জানা গেছে।
এ ঘটনার পর উত্তেজনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাভারের সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আবাসিক শিক্ষার্থীদের দ্রুত হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২৭ অক্টোবর) ভাইস চ্যান্সেলরের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর আকতার হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত ২৮ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিটি ইউনিভার্সিটির চারটি আবাসিক হলের শিক্ষার্থীদের ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে হল খালি করতে হবে।
এর আগে রোববার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় তুচ্ছ একটি বিষয়-থুথু ফেলা নিয়ে-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মধ্যরাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকে প্রশাসনিক ভবনে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগ করে বলে জানা গেছে।
এ ঘটনার পর উত্তেজনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!