সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। যদি এর কোনো আইনি ভিত্তি না থাকে, তবে এটি অর্থহীন হয়ে পড়বে এবং জাতির সঙ্গে এক ধরনের প্রহসন ঘটবে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৯০-এর গণঅভ্যুত্থানের পরেও দেখেছি, রাজনৈতিক সমঝোতা রক্ষা হয়নি। এবার যদি সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন আনতে চাই, তবে তার অবশ্যই একটি আইনি ভিত্তি থাকতে হবে। অন্যথায় এটি কেবল একটি গণ-প্রতারণায় পরিণত হবে।’
তিনি বলেন, যেসব দল স্বাক্ষর করেছে, তাদের নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তারা আনুষ্ঠানিকতার জন্য করেছে। তবে এখন এটাকে আইনি ভিত্তি দেয়ার দাবি জানাচ্ছেন তিনি।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের কাঠামো ধরে রাখতে ষড়যন্ত্র করেছে। কিছু দল সমঝোতা করেছে, কিন্তু এনসিপি তা করেনি। জুলাই সনদে স্বাক্ষর না করেও এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। বরং যারা গতকালের অনুষ্ঠানে গেছে, তারা গণ-অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে।
তিনি বলেন, শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি। ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নজর রাখছে এনসিপি। এমনকি জনপ্রশাসন নিয়েও সন্দেহের কথা জানান তিনি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দেয়া বক্তব্যে জুলাই যোদ্ধাদের ‘আওয়ামী ফ্যাসিস্ট’ আখ্যা দেয়ার নিন্দা জানান নাহিদ। তার এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা ও তদন্তের দাবি জানায় এনসিপি।
সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। যদি এর কোনো আইনি ভিত্তি না থাকে, তবে এটি অর্থহীন হয়ে পড়বে এবং জাতির সঙ্গে এক ধরনের প্রহসন ঘটবে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৯০-এর গণঅভ্যুত্থানের পরেও দেখেছি, রাজনৈতিক সমঝোতা রক্ষা হয়নি। এবার যদি সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন আনতে চাই, তবে তার অবশ্যই একটি আইনি ভিত্তি থাকতে হবে। অন্যথায় এটি কেবল একটি গণ-প্রতারণায় পরিণত হবে।’
তিনি বলেন, যেসব দল স্বাক্ষর করেছে, তাদের নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তারা আনুষ্ঠানিকতার জন্য করেছে। তবে এখন এটাকে আইনি ভিত্তি দেয়ার দাবি জানাচ্ছেন তিনি।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের কাঠামো ধরে রাখতে ষড়যন্ত্র করেছে। কিছু দল সমঝোতা করেছে, কিন্তু এনসিপি তা করেনি। জুলাই সনদে স্বাক্ষর না করেও এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। বরং যারা গতকালের অনুষ্ঠানে গেছে, তারা গণ-অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে।
তিনি বলেন, শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি। ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নজর রাখছে এনসিপি। এমনকি জনপ্রশাসন নিয়েও সন্দেহের কথা জানান তিনি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দেয়া বক্তব্যে জুলাই যোদ্ধাদের ‘আওয়ামী ফ্যাসিস্ট’ আখ্যা দেয়ার নিন্দা জানান নাহিদ। তার এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা ও তদন্তের দাবি জানায় এনসিপি।
সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। যদি এর কোনো আইনি ভিত্তি না থাকে, তবে এটি অর্থহীন হয়ে পড়বে এবং জাতির সঙ্গে এক ধরনের প্রহসন ঘটবে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৯০-এর গণঅভ্যুত্থানের পরেও দেখেছি, রাজনৈতিক সমঝোতা রক্ষা হয়নি। এবার যদি সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন আনতে চাই, তবে তার অবশ্যই একটি আইনি ভিত্তি থাকতে হবে। অন্যথায় এটি কেবল একটি গণ-প্রতারণায় পরিণত হবে।’
তিনি বলেন, যেসব দল স্বাক্ষর করেছে, তাদের নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তারা আনুষ্ঠানিকতার জন্য করেছে। তবে এখন এটাকে আইনি ভিত্তি দেয়ার দাবি জানাচ্ছেন তিনি।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের কাঠামো ধরে রাখতে ষড়যন্ত্র করেছে। কিছু দল সমঝোতা করেছে, কিন্তু এনসিপি তা করেনি। জুলাই সনদে স্বাক্ষর না করেও এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। বরং যারা গতকালের অনুষ্ঠানে গেছে, তারা গণ-অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে।
তিনি বলেন, শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি। ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নজর রাখছে এনসিপি। এমনকি জনপ্রশাসন নিয়েও সন্দেহের কথা জানান তিনি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দেয়া বক্তব্যে জুলাই যোদ্ধাদের ‘আওয়ামী ফ্যাসিস্ট’ আখ্যা দেয়ার নিন্দা জানান নাহিদ। তার এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা ও তদন্তের দাবি জানায় এনসিপি।
সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। যদি এর কোনো আইনি ভিত্তি না থাকে, তবে এটি অর্থহীন হয়ে পড়বে এবং জাতির সঙ্গে এক ধরনের প্রহসন ঘটবে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৯০-এর গণঅভ্যুত্থানের পরেও দেখেছি, রাজনৈতিক সমঝোতা রক্ষা হয়নি। এবার যদি সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন আনতে চাই, তবে তার অবশ্যই একটি আইনি ভিত্তি থাকতে হবে। অন্যথায় এটি কেবল একটি গণ-প্রতারণায় পরিণত হবে।’
তিনি বলেন, যেসব দল স্বাক্ষর করেছে, তাদের নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তারা আনুষ্ঠানিকতার জন্য করেছে। তবে এখন এটাকে আইনি ভিত্তি দেয়ার দাবি জানাচ্ছেন তিনি।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের কাঠামো ধরে রাখতে ষড়যন্ত্র করেছে। কিছু দল সমঝোতা করেছে, কিন্তু এনসিপি তা করেনি। জুলাই সনদে স্বাক্ষর না করেও এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। বরং যারা গতকালের অনুষ্ঠানে গেছে, তারা গণ-অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে।
তিনি বলেন, শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি। ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নজর রাখছে এনসিপি। এমনকি জনপ্রশাসন নিয়েও সন্দেহের কথা জানান তিনি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দেয়া বক্তব্যে জুলাই যোদ্ধাদের ‘আওয়ামী ফ্যাসিস্ট’ আখ্যা দেয়ার নিন্দা জানান নাহিদ। তার এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা ও তদন্তের দাবি জানায় এনসিপি।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!