নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আশপাশে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে যথাসময়ে ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।
এর আগে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বিক্ষুব্ধ একটি অংশ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ের দিকে অগ্রসর হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেয়।
ঘটনার পর থেকেই ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ভিসা কার্যক্রম স্থগিত থাকায় চট্টগ্রাম অঞ্চলের ভারতগামী ভ্রমণকারীদের সাময়িক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আশপাশে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে যথাসময়ে ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।
এর আগে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বিক্ষুব্ধ একটি অংশ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ের দিকে অগ্রসর হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেয়।
ঘটনার পর থেকেই ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ভিসা কার্যক্রম স্থগিত থাকায় চট্টগ্রাম অঞ্চলের ভারতগামী ভ্রমণকারীদের সাময়িক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আশপাশে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে যথাসময়ে ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।
এর আগে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বিক্ষুব্ধ একটি অংশ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ের দিকে অগ্রসর হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেয়।
ঘটনার পর থেকেই ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ভিসা কার্যক্রম স্থগিত থাকায় চট্টগ্রাম অঞ্চলের ভারতগামী ভ্রমণকারীদের সাময়িক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আশপাশে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে যথাসময়ে ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।
এর আগে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বিক্ষুব্ধ একটি অংশ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ের দিকে অগ্রসর হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেয়।
ঘটনার পর থেকেই ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ভিসা কার্যক্রম স্থগিত থাকায় চট্টগ্রাম অঞ্চলের ভারতগামী ভ্রমণকারীদের সাময়িক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!