সংগৃহীত ছবি
রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে তীব্র গরমে নাজেহাল মানুষ। কয়েকদিন ধরে বৃষ্টিহীন আকাশ, প্রখর রোদ আর শুষ্ক আবহাওয়া রাজধানীবাসীর অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে। আজও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
শনিবার (১৮ অক্টোবর) ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েকদিনের তুলনায় সামান্য বেশি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান তাপমাত্রা ও গরমের এই প্রবণতা আরও এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে। তবে সাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, যা নিম্নচাপে পরিণত হলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বর্তমানে বৃষ্টি নেই, আবার সাগরে লঘুচাপের প্রভাবও আছে—এই দুই কারণে তাপমাত্রা বেড়েছে। অন্তত আগামী শুক্র বা শনিবারের আগে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
চলতি অক্টোবরের শুরুতে নিম্নচাপজনিত বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে গুমোট আবহাওয়া কিছুটা স্বস্তি এনে দিয়েছিল। তবে গত পাঁচ-ছয় দিন ধরে বৃষ্টি প্রায় নেই বললেই চলে। আবহাওয়া অধিদপ্তরের ৫১টি স্টেশনের মধ্যে গতকাল মাত্র চারটি স্টেশনে বৃষ্টি হয়েছে, এর মধ্যে সর্বাধিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে।
আজও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, ফলে রাজধানীসহ অধিকাংশ অঞ্চলে গরমের দাপট অব্যাহত থাকতে পারে।
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে তীব্র গরমে নাজেহাল মানুষ। কয়েকদিন ধরে বৃষ্টিহীন আকাশ, প্রখর রোদ আর শুষ্ক আবহাওয়া রাজধানীবাসীর অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে। আজও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
শনিবার (১৮ অক্টোবর) ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েকদিনের তুলনায় সামান্য বেশি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান তাপমাত্রা ও গরমের এই প্রবণতা আরও এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে। তবে সাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, যা নিম্নচাপে পরিণত হলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বর্তমানে বৃষ্টি নেই, আবার সাগরে লঘুচাপের প্রভাবও আছে—এই দুই কারণে তাপমাত্রা বেড়েছে। অন্তত আগামী শুক্র বা শনিবারের আগে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
চলতি অক্টোবরের শুরুতে নিম্নচাপজনিত বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে গুমোট আবহাওয়া কিছুটা স্বস্তি এনে দিয়েছিল। তবে গত পাঁচ-ছয় দিন ধরে বৃষ্টি প্রায় নেই বললেই চলে। আবহাওয়া অধিদপ্তরের ৫১টি স্টেশনের মধ্যে গতকাল মাত্র চারটি স্টেশনে বৃষ্টি হয়েছে, এর মধ্যে সর্বাধিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে।
আজও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, ফলে রাজধানীসহ অধিকাংশ অঞ্চলে গরমের দাপট অব্যাহত থাকতে পারে।
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে তীব্র গরমে নাজেহাল মানুষ। কয়েকদিন ধরে বৃষ্টিহীন আকাশ, প্রখর রোদ আর শুষ্ক আবহাওয়া রাজধানীবাসীর অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে। আজও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
শনিবার (১৮ অক্টোবর) ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েকদিনের তুলনায় সামান্য বেশি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান তাপমাত্রা ও গরমের এই প্রবণতা আরও এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে। তবে সাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, যা নিম্নচাপে পরিণত হলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বর্তমানে বৃষ্টি নেই, আবার সাগরে লঘুচাপের প্রভাবও আছে—এই দুই কারণে তাপমাত্রা বেড়েছে। অন্তত আগামী শুক্র বা শনিবারের আগে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
চলতি অক্টোবরের শুরুতে নিম্নচাপজনিত বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে গুমোট আবহাওয়া কিছুটা স্বস্তি এনে দিয়েছিল। তবে গত পাঁচ-ছয় দিন ধরে বৃষ্টি প্রায় নেই বললেই চলে। আবহাওয়া অধিদপ্তরের ৫১টি স্টেশনের মধ্যে গতকাল মাত্র চারটি স্টেশনে বৃষ্টি হয়েছে, এর মধ্যে সর্বাধিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে।
আজও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, ফলে রাজধানীসহ অধিকাংশ অঞ্চলে গরমের দাপট অব্যাহত থাকতে পারে।
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে তীব্র গরমে নাজেহাল মানুষ। কয়েকদিন ধরে বৃষ্টিহীন আকাশ, প্রখর রোদ আর শুষ্ক আবহাওয়া রাজধানীবাসীর অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে। আজও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
শনিবার (১৮ অক্টোবর) ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা গত কয়েকদিনের তুলনায় সামান্য বেশি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান তাপমাত্রা ও গরমের এই প্রবণতা আরও এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে। তবে সাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, যা নিম্নচাপে পরিণত হলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বর্তমানে বৃষ্টি নেই, আবার সাগরে লঘুচাপের প্রভাবও আছে—এই দুই কারণে তাপমাত্রা বেড়েছে। অন্তত আগামী শুক্র বা শনিবারের আগে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
চলতি অক্টোবরের শুরুতে নিম্নচাপজনিত বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে গুমোট আবহাওয়া কিছুটা স্বস্তি এনে দিয়েছিল। তবে গত পাঁচ-ছয় দিন ধরে বৃষ্টি প্রায় নেই বললেই চলে। আবহাওয়া অধিদপ্তরের ৫১টি স্টেশনের মধ্যে গতকাল মাত্র চারটি স্টেশনে বৃষ্টি হয়েছে, এর মধ্যে সর্বাধিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে।
আজও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, ফলে রাজধানীসহ অধিকাংশ অঞ্চলে গরমের দাপট অব্যাহত থাকতে পারে।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!