মাইক্রোসফটের ২০২৬ সালের প্রথম উইন্ডোজ ১১ সিকিউরিটি আপডেট ব্যবহারকারীদের জন্য নতুন করে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপডেট ইনস্টলের পর অনেক কম্পিউটারে শাটডাউন ও হাইবারনেশন মোড কাজ না করার অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে আলাদা একটি আপডেট প্রকাশ করেছে মাইক্রোসফট।
তথ্যপ্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ ধরনের পরিস্থিতিকে বলা হয় ‘প্যাচ আফটার দ্য প্যাচ’। অর্থাৎ সমস্যার সমাধানের জন্য দেওয়া আপডেট থেকেই নতুন সমস্যা তৈরি হওয়া এবং পরে তা ঠিক করতে আবার নতুন প্যাচ দিতে হওয়া।
রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি প্রকাশিত উইন্ডোজ ১১-এর সিকিউরিটি আপডেটের পর ২৩এইচ২ সংস্করণ ব্যবহারকারী কিছু নির্দিষ্ট কম্পিউটারে এই সমস্যা দেখা দেয়। বিশেষ করে এন্টারপ্রাইজ ও আইওটি সংস্করণে শাটডাউন ও হাইবারনেশন মোড কার্যকর হচ্ছিল না বলে অভিযোগ ওঠে।
এছাড়া একই আপডেটের কারণে রিমোট ডেস্কটপ সংযোগ এবং লগইন অথেন্টিকেশনেও ত্রুটি দেখা দিয়েছে। এর প্রভাব শুধু উইন্ডোজ ১১-এর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; উইন্ডোজ ১০ ও উইন্ডোজ সার্ভার ২০২৫-এর কিছু সংস্করণেও সমস্যার প্রভাব পড়েছে।
এ বিষয়ে মাইক্রোসফট তাদের উইন্ডোজ মেসেজ সেন্টারে সমস্যার কথা স্বীকার করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জানুয়ারিতে প্রকাশিত সিকিউরিটি আপডেটের পর এসব ত্রুটি শনাক্ত হয়। পরে তা সমাধানে ‘আউট অব ব্যান্ড’ (ওওবি) আপডেট প্রকাশ করা হয়েছে। সাধারণ আপডেট সূচির বাইরে জরুরি ভিত্তিতে দেওয়া এই আপডেটের মাধ্যমে শাটডাউন সমস্যার সমাধান করা হয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, শাটডাউন সমস্যার জন্য একটি কেবি (কেবি) সিরিজের প্যাচ প্রকাশ করা হয়েছে, যা মাইক্রোসফট আপডেট ক্যাটালগ থেকে আলাদাভাবে ডাউনলোড করা যাচ্ছে। পরবর্তী নিয়মিত আপডেটেও এই সমাধান যুক্ত করা হবে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, জানুয়ারির আপডেটের পর যারা শাটডাউন, হাইবারনেশন বা রিমোট ডেস্কটপ সমস্যার মুখে পড়েছেন, তারা যেন দ্রুত কেবি সিরিজের সর্বশেষ আপডেট ইনস্টল করেন। এতে কম্পিউটারের কার্যক্রম আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
মাইক্রোসফটের ২০২৬ সালের প্রথম উইন্ডোজ ১১ সিকিউরিটি আপডেট ব্যবহারকারীদের জন্য নতুন করে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপডেট ইনস্টলের পর অনেক কম্পিউটারে শাটডাউন ও হাইবারনেশন মোড কাজ না করার অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে আলাদা একটি আপডেট প্রকাশ করেছে মাইক্রোসফট।
তথ্যপ্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ ধরনের পরিস্থিতিকে বলা হয় ‘প্যাচ আফটার দ্য প্যাচ’। অর্থাৎ সমস্যার সমাধানের জন্য দেওয়া আপডেট থেকেই নতুন সমস্যা তৈরি হওয়া এবং পরে তা ঠিক করতে আবার নতুন প্যাচ দিতে হওয়া।
রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি প্রকাশিত উইন্ডোজ ১১-এর সিকিউরিটি আপডেটের পর ২৩এইচ২ সংস্করণ ব্যবহারকারী কিছু নির্দিষ্ট কম্পিউটারে এই সমস্যা দেখা দেয়। বিশেষ করে এন্টারপ্রাইজ ও আইওটি সংস্করণে শাটডাউন ও হাইবারনেশন মোড কার্যকর হচ্ছিল না বলে অভিযোগ ওঠে।
এছাড়া একই আপডেটের কারণে রিমোট ডেস্কটপ সংযোগ এবং লগইন অথেন্টিকেশনেও ত্রুটি দেখা দিয়েছে। এর প্রভাব শুধু উইন্ডোজ ১১-এর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; উইন্ডোজ ১০ ও উইন্ডোজ সার্ভার ২০২৫-এর কিছু সংস্করণেও সমস্যার প্রভাব পড়েছে।
এ বিষয়ে মাইক্রোসফট তাদের উইন্ডোজ মেসেজ সেন্টারে সমস্যার কথা স্বীকার করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জানুয়ারিতে প্রকাশিত সিকিউরিটি আপডেটের পর এসব ত্রুটি শনাক্ত হয়। পরে তা সমাধানে ‘আউট অব ব্যান্ড’ (ওওবি) আপডেট প্রকাশ করা হয়েছে। সাধারণ আপডেট সূচির বাইরে জরুরি ভিত্তিতে দেওয়া এই আপডেটের মাধ্যমে শাটডাউন সমস্যার সমাধান করা হয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, শাটডাউন সমস্যার জন্য একটি কেবি (কেবি) সিরিজের প্যাচ প্রকাশ করা হয়েছে, যা মাইক্রোসফট আপডেট ক্যাটালগ থেকে আলাদাভাবে ডাউনলোড করা যাচ্ছে। পরবর্তী নিয়মিত আপডেটেও এই সমাধান যুক্ত করা হবে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, জানুয়ারির আপডেটের পর যারা শাটডাউন, হাইবারনেশন বা রিমোট ডেস্কটপ সমস্যার মুখে পড়েছেন, তারা যেন দ্রুত কেবি সিরিজের সর্বশেষ আপডেট ইনস্টল করেন। এতে কম্পিউটারের কার্যক্রম আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
মাইক্রোসফটের ২০২৬ সালের প্রথম উইন্ডোজ ১১ সিকিউরিটি আপডেট ব্যবহারকারীদের জন্য নতুন করে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপডেট ইনস্টলের পর অনেক কম্পিউটারে শাটডাউন ও হাইবারনেশন মোড কাজ না করার অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে আলাদা একটি আপডেট প্রকাশ করেছে মাইক্রোসফট।
তথ্যপ্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ ধরনের পরিস্থিতিকে বলা হয় ‘প্যাচ আফটার দ্য প্যাচ’। অর্থাৎ সমস্যার সমাধানের জন্য দেওয়া আপডেট থেকেই নতুন সমস্যা তৈরি হওয়া এবং পরে তা ঠিক করতে আবার নতুন প্যাচ দিতে হওয়া।
রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি প্রকাশিত উইন্ডোজ ১১-এর সিকিউরিটি আপডেটের পর ২৩এইচ২ সংস্করণ ব্যবহারকারী কিছু নির্দিষ্ট কম্পিউটারে এই সমস্যা দেখা দেয়। বিশেষ করে এন্টারপ্রাইজ ও আইওটি সংস্করণে শাটডাউন ও হাইবারনেশন মোড কার্যকর হচ্ছিল না বলে অভিযোগ ওঠে।
এছাড়া একই আপডেটের কারণে রিমোট ডেস্কটপ সংযোগ এবং লগইন অথেন্টিকেশনেও ত্রুটি দেখা দিয়েছে। এর প্রভাব শুধু উইন্ডোজ ১১-এর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; উইন্ডোজ ১০ ও উইন্ডোজ সার্ভার ২০২৫-এর কিছু সংস্করণেও সমস্যার প্রভাব পড়েছে।
এ বিষয়ে মাইক্রোসফট তাদের উইন্ডোজ মেসেজ সেন্টারে সমস্যার কথা স্বীকার করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জানুয়ারিতে প্রকাশিত সিকিউরিটি আপডেটের পর এসব ত্রুটি শনাক্ত হয়। পরে তা সমাধানে ‘আউট অব ব্যান্ড’ (ওওবি) আপডেট প্রকাশ করা হয়েছে। সাধারণ আপডেট সূচির বাইরে জরুরি ভিত্তিতে দেওয়া এই আপডেটের মাধ্যমে শাটডাউন সমস্যার সমাধান করা হয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, শাটডাউন সমস্যার জন্য একটি কেবি (কেবি) সিরিজের প্যাচ প্রকাশ করা হয়েছে, যা মাইক্রোসফট আপডেট ক্যাটালগ থেকে আলাদাভাবে ডাউনলোড করা যাচ্ছে। পরবর্তী নিয়মিত আপডেটেও এই সমাধান যুক্ত করা হবে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, জানুয়ারির আপডেটের পর যারা শাটডাউন, হাইবারনেশন বা রিমোট ডেস্কটপ সমস্যার মুখে পড়েছেন, তারা যেন দ্রুত কেবি সিরিজের সর্বশেষ আপডেট ইনস্টল করেন। এতে কম্পিউটারের কার্যক্রম আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
মাইক্রোসফটের ২০২৬ সালের প্রথম উইন্ডোজ ১১ সিকিউরিটি আপডেট ব্যবহারকারীদের জন্য নতুন করে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপডেট ইনস্টলের পর অনেক কম্পিউটারে শাটডাউন ও হাইবারনেশন মোড কাজ না করার অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে আলাদা একটি আপডেট প্রকাশ করেছে মাইক্রোসফট।
তথ্যপ্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ ধরনের পরিস্থিতিকে বলা হয় ‘প্যাচ আফটার দ্য প্যাচ’। অর্থাৎ সমস্যার সমাধানের জন্য দেওয়া আপডেট থেকেই নতুন সমস্যা তৈরি হওয়া এবং পরে তা ঠিক করতে আবার নতুন প্যাচ দিতে হওয়া।
রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি প্রকাশিত উইন্ডোজ ১১-এর সিকিউরিটি আপডেটের পর ২৩এইচ২ সংস্করণ ব্যবহারকারী কিছু নির্দিষ্ট কম্পিউটারে এই সমস্যা দেখা দেয়। বিশেষ করে এন্টারপ্রাইজ ও আইওটি সংস্করণে শাটডাউন ও হাইবারনেশন মোড কার্যকর হচ্ছিল না বলে অভিযোগ ওঠে।
এছাড়া একই আপডেটের কারণে রিমোট ডেস্কটপ সংযোগ এবং লগইন অথেন্টিকেশনেও ত্রুটি দেখা দিয়েছে। এর প্রভাব শুধু উইন্ডোজ ১১-এর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; উইন্ডোজ ১০ ও উইন্ডোজ সার্ভার ২০২৫-এর কিছু সংস্করণেও সমস্যার প্রভাব পড়েছে।
এ বিষয়ে মাইক্রোসফট তাদের উইন্ডোজ মেসেজ সেন্টারে সমস্যার কথা স্বীকার করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জানুয়ারিতে প্রকাশিত সিকিউরিটি আপডেটের পর এসব ত্রুটি শনাক্ত হয়। পরে তা সমাধানে ‘আউট অব ব্যান্ড’ (ওওবি) আপডেট প্রকাশ করা হয়েছে। সাধারণ আপডেট সূচির বাইরে জরুরি ভিত্তিতে দেওয়া এই আপডেটের মাধ্যমে শাটডাউন সমস্যার সমাধান করা হয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, শাটডাউন সমস্যার জন্য একটি কেবি (কেবি) সিরিজের প্যাচ প্রকাশ করা হয়েছে, যা মাইক্রোসফট আপডেট ক্যাটালগ থেকে আলাদাভাবে ডাউনলোড করা যাচ্ছে। পরবর্তী নিয়মিত আপডেটেও এই সমাধান যুক্ত করা হবে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, জানুয়ারির আপডেটের পর যারা শাটডাউন, হাইবারনেশন বা রিমোট ডেস্কটপ সমস্যার মুখে পড়েছেন, তারা যেন দ্রুত কেবি সিরিজের সর্বশেষ আপডেট ইনস্টল করেন। এতে কম্পিউটারের কার্যক্রম আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!