
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিলের শুনানি শেষে শনিবার (১০ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিলনায়তনে এ সিদ্ধান্ত দেওয়া হয়।
শুনানিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দিলেও যাচাইয়ের সময় ১০ জন ভোটারের তথ্য পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ৮ জনের তথ্য সঠিক হলেও বাকি ২ জন ঢাকা-৯ আসনের ভোটার নন। এ কারণেই নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
তবে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় ঢাকা-৯ আসনে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেলেন ডা. তাসনিম জারা।

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিলের শুনানি শেষে শনিবার (১০ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিলনায়তনে এ সিদ্ধান্ত দেওয়া হয়।
শুনানিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দিলেও যাচাইয়ের সময় ১০ জন ভোটারের তথ্য পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ৮ জনের তথ্য সঠিক হলেও বাকি ২ জন ঢাকা-৯ আসনের ভোটার নন। এ কারণেই নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
তবে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় ঢাকা-৯ আসনে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেলেন ডা. তাসনিম জারা।

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিলের শুনানি শেষে শনিবার (১০ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিলনায়তনে এ সিদ্ধান্ত দেওয়া হয়।
শুনানিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দিলেও যাচাইয়ের সময় ১০ জন ভোটারের তথ্য পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ৮ জনের তথ্য সঠিক হলেও বাকি ২ জন ঢাকা-৯ আসনের ভোটার নন। এ কারণেই নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
তবে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় ঢাকা-৯ আসনে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেলেন ডা. তাসনিম জারা।

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিলের শুনানি শেষে শনিবার (১০ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিলনায়তনে এ সিদ্ধান্ত দেওয়া হয়।
শুনানিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দিলেও যাচাইয়ের সময় ১০ জন ভোটারের তথ্য পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ৮ জনের তথ্য সঠিক হলেও বাকি ২ জন ঢাকা-৯ আসনের ভোটার নন। এ কারণেই নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
তবে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় ঢাকা-৯ আসনে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেলেন ডা. তাসনিম জারা।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!