
সংগৃহীত ছবি
বিশ্বের ১১টি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, বর্তমানে বিশ্বের ১১টি দেশের ২১টি স্টেশনে প্রবাসী নিবন্ধন কার্যক্রম চলছে। এর মধ্যে অস্ট্রেলিয়ায় ২টি, কানাডায় ২টি, যুক্তরাষ্ট্রে ৪টি এবং যুক্তরাজ্যে ৩টি স্টেশন রয়েছে।
তিনি জানান, ইসি ধারাবাহিকভাবে চেষ্টা করছে যেন বাংলাদেশের দূতাবাস রয়েছে এমন প্রতিটি দেশেই এই সেবা সম্প্রসারণ করা যায়। নিবন্ধনের পর প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেও নিশ্চিত করেন তিনি।
সচিব আরও বলেন, পাসপোর্ট নিতে এনআইডি বাধ্যতামূলক হওয়ায় ইতোমধ্যে অনেক প্রবাসীর এনআইডি তৈরি হয়েছে। তবে যারা এখনো নিবন্ধিত হননি, তারা আগামী ১৬ নভেম্বর উদ্বোধন হতে যাওয়া নতুন অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন এবং আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।
প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য ডাকযোগে ভোট (Postal Voting) সুবিধা চালু হচ্ছে জানিয়ে তিনি বলেন, যেসব প্রবাসী ভোটার ‘Postal Vote BD’ অ্যাপে নিবন্ধিত হবেন, তারা এই সুবিধা পাবেন। অ্যাপটি উদ্বোধনের সময় নিবন্ধনের সময়সীমাও জানানো হবে।
তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের ক্ষেত্রে প্রথমে ভোটার হিসেবে নিবন্ধন এবং পরে ভোট প্রদানের নিবন্ধন—এই দুটি ধাপ অনুসরণ করতে হবে।
এছাড়া, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনও পর্যালোচনাধীন রয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেন ইসি সচিব।

সংগৃহীত ছবি
বিশ্বের ১১টি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, বর্তমানে বিশ্বের ১১টি দেশের ২১টি স্টেশনে প্রবাসী নিবন্ধন কার্যক্রম চলছে। এর মধ্যে অস্ট্রেলিয়ায় ২টি, কানাডায় ২টি, যুক্তরাষ্ট্রে ৪টি এবং যুক্তরাজ্যে ৩টি স্টেশন রয়েছে।
তিনি জানান, ইসি ধারাবাহিকভাবে চেষ্টা করছে যেন বাংলাদেশের দূতাবাস রয়েছে এমন প্রতিটি দেশেই এই সেবা সম্প্রসারণ করা যায়। নিবন্ধনের পর প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেও নিশ্চিত করেন তিনি।
সচিব আরও বলেন, পাসপোর্ট নিতে এনআইডি বাধ্যতামূলক হওয়ায় ইতোমধ্যে অনেক প্রবাসীর এনআইডি তৈরি হয়েছে। তবে যারা এখনো নিবন্ধিত হননি, তারা আগামী ১৬ নভেম্বর উদ্বোধন হতে যাওয়া নতুন অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন এবং আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।
প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য ডাকযোগে ভোট (Postal Voting) সুবিধা চালু হচ্ছে জানিয়ে তিনি বলেন, যেসব প্রবাসী ভোটার ‘Postal Vote BD’ অ্যাপে নিবন্ধিত হবেন, তারা এই সুবিধা পাবেন। অ্যাপটি উদ্বোধনের সময় নিবন্ধনের সময়সীমাও জানানো হবে।
তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের ক্ষেত্রে প্রথমে ভোটার হিসেবে নিবন্ধন এবং পরে ভোট প্রদানের নিবন্ধন—এই দুটি ধাপ অনুসরণ করতে হবে।
এছাড়া, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনও পর্যালোচনাধীন রয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেন ইসি সচিব।

সংগৃহীত ছবি
বিশ্বের ১১টি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, বর্তমানে বিশ্বের ১১টি দেশের ২১টি স্টেশনে প্রবাসী নিবন্ধন কার্যক্রম চলছে। এর মধ্যে অস্ট্রেলিয়ায় ২টি, কানাডায় ২টি, যুক্তরাষ্ট্রে ৪টি এবং যুক্তরাজ্যে ৩টি স্টেশন রয়েছে।
তিনি জানান, ইসি ধারাবাহিকভাবে চেষ্টা করছে যেন বাংলাদেশের দূতাবাস রয়েছে এমন প্রতিটি দেশেই এই সেবা সম্প্রসারণ করা যায়। নিবন্ধনের পর প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেও নিশ্চিত করেন তিনি।
সচিব আরও বলেন, পাসপোর্ট নিতে এনআইডি বাধ্যতামূলক হওয়ায় ইতোমধ্যে অনেক প্রবাসীর এনআইডি তৈরি হয়েছে। তবে যারা এখনো নিবন্ধিত হননি, তারা আগামী ১৬ নভেম্বর উদ্বোধন হতে যাওয়া নতুন অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন এবং আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।
প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য ডাকযোগে ভোট (Postal Voting) সুবিধা চালু হচ্ছে জানিয়ে তিনি বলেন, যেসব প্রবাসী ভোটার ‘Postal Vote BD’ অ্যাপে নিবন্ধিত হবেন, তারা এই সুবিধা পাবেন। অ্যাপটি উদ্বোধনের সময় নিবন্ধনের সময়সীমাও জানানো হবে।
তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের ক্ষেত্রে প্রথমে ভোটার হিসেবে নিবন্ধন এবং পরে ভোট প্রদানের নিবন্ধন—এই দুটি ধাপ অনুসরণ করতে হবে।
এছাড়া, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনও পর্যালোচনাধীন রয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেন ইসি সচিব।

সংগৃহীত ছবি
বিশ্বের ১১টি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, বর্তমানে বিশ্বের ১১টি দেশের ২১টি স্টেশনে প্রবাসী নিবন্ধন কার্যক্রম চলছে। এর মধ্যে অস্ট্রেলিয়ায় ২টি, কানাডায় ২টি, যুক্তরাষ্ট্রে ৪টি এবং যুক্তরাজ্যে ৩টি স্টেশন রয়েছে।
তিনি জানান, ইসি ধারাবাহিকভাবে চেষ্টা করছে যেন বাংলাদেশের দূতাবাস রয়েছে এমন প্রতিটি দেশেই এই সেবা সম্প্রসারণ করা যায়। নিবন্ধনের পর প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেও নিশ্চিত করেন তিনি।
সচিব আরও বলেন, পাসপোর্ট নিতে এনআইডি বাধ্যতামূলক হওয়ায় ইতোমধ্যে অনেক প্রবাসীর এনআইডি তৈরি হয়েছে। তবে যারা এখনো নিবন্ধিত হননি, তারা আগামী ১৬ নভেম্বর উদ্বোধন হতে যাওয়া নতুন অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন এবং আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।
প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য ডাকযোগে ভোট (Postal Voting) সুবিধা চালু হচ্ছে জানিয়ে তিনি বলেন, যেসব প্রবাসী ভোটার ‘Postal Vote BD’ অ্যাপে নিবন্ধিত হবেন, তারা এই সুবিধা পাবেন। অ্যাপটি উদ্বোধনের সময় নিবন্ধনের সময়সীমাও জানানো হবে।
তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের ক্ষেত্রে প্রথমে ভোটার হিসেবে নিবন্ধন এবং পরে ভোট প্রদানের নিবন্ধন—এই দুটি ধাপ অনুসরণ করতে হবে।
এছাড়া, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনও পর্যালোচনাধীন রয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেন ইসি সচিব।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!