বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত কথোপকথন থেকে শুরু করে অফিস মিটিং, ছবি-ভিডিও শেয়ার কিংবা গুরুত্বপূর্ণ নথি আদান-প্রদান-সবকিছুতেই এই মেসেজিং প্ল্যাটফর্মের নির্ভরতা দিন দিন বাড়ছে। আর সেই অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে মেটার মালিকানাধীন জনপ্রিয় অ্যাপটি।
এবার হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে যুক্ত হতে যাচ্ছে গ্রুপ ভয়েস ও ভিডিও কলিং সুবিধা। বর্তমানে ফিচারটি উন্নয়ন পর্যায়ে থাকলেও চালু হলে ব্যবহারকারীরা আলাদা কোনো অ্যাপ ইনস্টল ছাড়াই সরাসরি ওয়েব ব্রাউজার থেকে গ্রুপ কল করতে পারবেন।
একাধিক ডিভাইসে একই অভিজ্ঞতা
এতদিন হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীরা মূলত মেসেজিং সুবিধাতেই সীমাবদ্ধ ছিলেন। গ্রুপ কল করতে হলে মোবাইল বা ডেস্কটপ অ্যাপের ওপর নির্ভর করতে হতো। নতুন এই উদ্যোগের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চাচ্ছে সব প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জন্য একটি একীভূত ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েবিটাইনফো জানিয়েছে, ওয়েব ভার্সনের ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করতে হোয়াটসঅ্যাপ জোরালোভাবে কাজ করছে। গ্রুপ ভিডিও কল চালু হলে হোয়াটসঅ্যাপ ওয়েব অনেকটাই জুম কিংবা গুগল মিটের মতো ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের কাছাকাছি পৌঁছে যাবে।
কতজন অংশ নিতে পারবেন?
প্রতিবেদন অনুযায়ী, মোবাইল অ্যাপের মতোই ওয়েব সংস্করণেও গ্রুপ কলে সর্বোচ্চ ৩২ জন পর্যন্ত অংশগ্রহণের সুযোগ থাকতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে এই সংখ্যা ৮ বা ১৬ জন দিয়ে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে এখনো হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আসছে কল লিঙ্ক ও কল শিডিউলিং
শুধু গ্রুপ কলই নয়, হোয়াটসঅ্যাপ ওয়েবে ডিরেক্ট কল লিঙ্ক তৈরির সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর মাধ্যমে একটি শেয়ারযোগ্য লিঙ্ক পাঠিয়ে সহজেই অন্যদের কলে আমন্ত্রণ জানানো যাবে—চ্যাটে আগে থেকেই যুক্ত না থাকলেও।
এছাড়া ব্যক্তি ও গ্রুপ চ্যাটের জন্য কল শিডিউলিং ফিচার নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ। এতে ব্যবহারকারীরা আগেই কলের নাম, বিবরণ, সময় ও কলের ধরন (ভয়েস বা ভিডিও) নির্ধারণ করে রাখতে পারবেন। নির্ধারিত সময়ে এটি স্বয়ংক্রিয়ভাবে শুরু না হলেও একটি ইভেন্ট হিসেবে অংশগ্রহণকারীদের জানিয়ে দেবে, যা মিটিং ও অনলাইন ইভেন্ট ব্যবস্থাপনাকে করবে আরও সহজ।
কবে আসবে ফিচারগুলো?
গ্রুপ ভিডিও কল, কল লিঙ্ক ও কল শিডিউলিং—সব ফিচারই এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ধাপে ধাপে এসব সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের জন্য যোগাযোগের ধরন পুরোপুরি বদলে যেতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত কথোপকথন থেকে শুরু করে অফিস মিটিং, ছবি-ভিডিও শেয়ার কিংবা গুরুত্বপূর্ণ নথি আদান-প্রদান-সবকিছুতেই এই মেসেজিং প্ল্যাটফর্মের নির্ভরতা দিন দিন বাড়ছে। আর সেই অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে মেটার মালিকানাধীন জনপ্রিয় অ্যাপটি।
এবার হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে যুক্ত হতে যাচ্ছে গ্রুপ ভয়েস ও ভিডিও কলিং সুবিধা। বর্তমানে ফিচারটি উন্নয়ন পর্যায়ে থাকলেও চালু হলে ব্যবহারকারীরা আলাদা কোনো অ্যাপ ইনস্টল ছাড়াই সরাসরি ওয়েব ব্রাউজার থেকে গ্রুপ কল করতে পারবেন।
একাধিক ডিভাইসে একই অভিজ্ঞতা
এতদিন হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীরা মূলত মেসেজিং সুবিধাতেই সীমাবদ্ধ ছিলেন। গ্রুপ কল করতে হলে মোবাইল বা ডেস্কটপ অ্যাপের ওপর নির্ভর করতে হতো। নতুন এই উদ্যোগের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চাচ্ছে সব প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জন্য একটি একীভূত ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েবিটাইনফো জানিয়েছে, ওয়েব ভার্সনের ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করতে হোয়াটসঅ্যাপ জোরালোভাবে কাজ করছে। গ্রুপ ভিডিও কল চালু হলে হোয়াটসঅ্যাপ ওয়েব অনেকটাই জুম কিংবা গুগল মিটের মতো ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের কাছাকাছি পৌঁছে যাবে।
কতজন অংশ নিতে পারবেন?
প্রতিবেদন অনুযায়ী, মোবাইল অ্যাপের মতোই ওয়েব সংস্করণেও গ্রুপ কলে সর্বোচ্চ ৩২ জন পর্যন্ত অংশগ্রহণের সুযোগ থাকতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে এই সংখ্যা ৮ বা ১৬ জন দিয়ে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে এখনো হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আসছে কল লিঙ্ক ও কল শিডিউলিং
শুধু গ্রুপ কলই নয়, হোয়াটসঅ্যাপ ওয়েবে ডিরেক্ট কল লিঙ্ক তৈরির সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর মাধ্যমে একটি শেয়ারযোগ্য লিঙ্ক পাঠিয়ে সহজেই অন্যদের কলে আমন্ত্রণ জানানো যাবে—চ্যাটে আগে থেকেই যুক্ত না থাকলেও।
এছাড়া ব্যক্তি ও গ্রুপ চ্যাটের জন্য কল শিডিউলিং ফিচার নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ। এতে ব্যবহারকারীরা আগেই কলের নাম, বিবরণ, সময় ও কলের ধরন (ভয়েস বা ভিডিও) নির্ধারণ করে রাখতে পারবেন। নির্ধারিত সময়ে এটি স্বয়ংক্রিয়ভাবে শুরু না হলেও একটি ইভেন্ট হিসেবে অংশগ্রহণকারীদের জানিয়ে দেবে, যা মিটিং ও অনলাইন ইভেন্ট ব্যবস্থাপনাকে করবে আরও সহজ।
কবে আসবে ফিচারগুলো?
গ্রুপ ভিডিও কল, কল লিঙ্ক ও কল শিডিউলিং—সব ফিচারই এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ধাপে ধাপে এসব সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের জন্য যোগাযোগের ধরন পুরোপুরি বদলে যেতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত কথোপকথন থেকে শুরু করে অফিস মিটিং, ছবি-ভিডিও শেয়ার কিংবা গুরুত্বপূর্ণ নথি আদান-প্রদান-সবকিছুতেই এই মেসেজিং প্ল্যাটফর্মের নির্ভরতা দিন দিন বাড়ছে। আর সেই অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে মেটার মালিকানাধীন জনপ্রিয় অ্যাপটি।
এবার হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে যুক্ত হতে যাচ্ছে গ্রুপ ভয়েস ও ভিডিও কলিং সুবিধা। বর্তমানে ফিচারটি উন্নয়ন পর্যায়ে থাকলেও চালু হলে ব্যবহারকারীরা আলাদা কোনো অ্যাপ ইনস্টল ছাড়াই সরাসরি ওয়েব ব্রাউজার থেকে গ্রুপ কল করতে পারবেন।
একাধিক ডিভাইসে একই অভিজ্ঞতা
এতদিন হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীরা মূলত মেসেজিং সুবিধাতেই সীমাবদ্ধ ছিলেন। গ্রুপ কল করতে হলে মোবাইল বা ডেস্কটপ অ্যাপের ওপর নির্ভর করতে হতো। নতুন এই উদ্যোগের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চাচ্ছে সব প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জন্য একটি একীভূত ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েবিটাইনফো জানিয়েছে, ওয়েব ভার্সনের ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করতে হোয়াটসঅ্যাপ জোরালোভাবে কাজ করছে। গ্রুপ ভিডিও কল চালু হলে হোয়াটসঅ্যাপ ওয়েব অনেকটাই জুম কিংবা গুগল মিটের মতো ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের কাছাকাছি পৌঁছে যাবে।
কতজন অংশ নিতে পারবেন?
প্রতিবেদন অনুযায়ী, মোবাইল অ্যাপের মতোই ওয়েব সংস্করণেও গ্রুপ কলে সর্বোচ্চ ৩২ জন পর্যন্ত অংশগ্রহণের সুযোগ থাকতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে এই সংখ্যা ৮ বা ১৬ জন দিয়ে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে এখনো হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আসছে কল লিঙ্ক ও কল শিডিউলিং
শুধু গ্রুপ কলই নয়, হোয়াটসঅ্যাপ ওয়েবে ডিরেক্ট কল লিঙ্ক তৈরির সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর মাধ্যমে একটি শেয়ারযোগ্য লিঙ্ক পাঠিয়ে সহজেই অন্যদের কলে আমন্ত্রণ জানানো যাবে—চ্যাটে আগে থেকেই যুক্ত না থাকলেও।
এছাড়া ব্যক্তি ও গ্রুপ চ্যাটের জন্য কল শিডিউলিং ফিচার নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ। এতে ব্যবহারকারীরা আগেই কলের নাম, বিবরণ, সময় ও কলের ধরন (ভয়েস বা ভিডিও) নির্ধারণ করে রাখতে পারবেন। নির্ধারিত সময়ে এটি স্বয়ংক্রিয়ভাবে শুরু না হলেও একটি ইভেন্ট হিসেবে অংশগ্রহণকারীদের জানিয়ে দেবে, যা মিটিং ও অনলাইন ইভেন্ট ব্যবস্থাপনাকে করবে আরও সহজ।
কবে আসবে ফিচারগুলো?
গ্রুপ ভিডিও কল, কল লিঙ্ক ও কল শিডিউলিং—সব ফিচারই এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ধাপে ধাপে এসব সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের জন্য যোগাযোগের ধরন পুরোপুরি বদলে যেতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত কথোপকথন থেকে শুরু করে অফিস মিটিং, ছবি-ভিডিও শেয়ার কিংবা গুরুত্বপূর্ণ নথি আদান-প্রদান-সবকিছুতেই এই মেসেজিং প্ল্যাটফর্মের নির্ভরতা দিন দিন বাড়ছে। আর সেই অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে মেটার মালিকানাধীন জনপ্রিয় অ্যাপটি।
এবার হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে যুক্ত হতে যাচ্ছে গ্রুপ ভয়েস ও ভিডিও কলিং সুবিধা। বর্তমানে ফিচারটি উন্নয়ন পর্যায়ে থাকলেও চালু হলে ব্যবহারকারীরা আলাদা কোনো অ্যাপ ইনস্টল ছাড়াই সরাসরি ওয়েব ব্রাউজার থেকে গ্রুপ কল করতে পারবেন।
একাধিক ডিভাইসে একই অভিজ্ঞতা
এতদিন হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীরা মূলত মেসেজিং সুবিধাতেই সীমাবদ্ধ ছিলেন। গ্রুপ কল করতে হলে মোবাইল বা ডেস্কটপ অ্যাপের ওপর নির্ভর করতে হতো। নতুন এই উদ্যোগের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চাচ্ছে সব প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জন্য একটি একীভূত ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েবিটাইনফো জানিয়েছে, ওয়েব ভার্সনের ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করতে হোয়াটসঅ্যাপ জোরালোভাবে কাজ করছে। গ্রুপ ভিডিও কল চালু হলে হোয়াটসঅ্যাপ ওয়েব অনেকটাই জুম কিংবা গুগল মিটের মতো ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের কাছাকাছি পৌঁছে যাবে।
কতজন অংশ নিতে পারবেন?
প্রতিবেদন অনুযায়ী, মোবাইল অ্যাপের মতোই ওয়েব সংস্করণেও গ্রুপ কলে সর্বোচ্চ ৩২ জন পর্যন্ত অংশগ্রহণের সুযোগ থাকতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে এই সংখ্যা ৮ বা ১৬ জন দিয়ে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে এখনো হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আসছে কল লিঙ্ক ও কল শিডিউলিং
শুধু গ্রুপ কলই নয়, হোয়াটসঅ্যাপ ওয়েবে ডিরেক্ট কল লিঙ্ক তৈরির সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর মাধ্যমে একটি শেয়ারযোগ্য লিঙ্ক পাঠিয়ে সহজেই অন্যদের কলে আমন্ত্রণ জানানো যাবে—চ্যাটে আগে থেকেই যুক্ত না থাকলেও।
এছাড়া ব্যক্তি ও গ্রুপ চ্যাটের জন্য কল শিডিউলিং ফিচার নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ। এতে ব্যবহারকারীরা আগেই কলের নাম, বিবরণ, সময় ও কলের ধরন (ভয়েস বা ভিডিও) নির্ধারণ করে রাখতে পারবেন। নির্ধারিত সময়ে এটি স্বয়ংক্রিয়ভাবে শুরু না হলেও একটি ইভেন্ট হিসেবে অংশগ্রহণকারীদের জানিয়ে দেবে, যা মিটিং ও অনলাইন ইভেন্ট ব্যবস্থাপনাকে করবে আরও সহজ।
কবে আসবে ফিচারগুলো?
গ্রুপ ভিডিও কল, কল লিঙ্ক ও কল শিডিউলিং—সব ফিচারই এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ধাপে ধাপে এসব সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের জন্য যোগাযোগের ধরন পুরোপুরি বদলে যেতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!