
গত শনিবার মারা গেছেন 'কমেডি কিং' নামে পরিচিত ভারতের বরেণ্য অভিনেতা সতীশ শাহ। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু-সতীর্থের এমন অপ্রত্যাশিত বিদায়ে গভীরভাবে শোকাহত বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।
বন্ধু সতীশের মৃত্যুসংবাদ অনুপম খেরকে যেন নাড়া দিয়েছে কয়েকশো গুণ বেশি। কারণ, সেই মুহূর্তে তিনি অবস্থান করছিলেন সুইজারল্যান্ডে, যেখানে আইকনিক চলচ্চিত্র 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' বিখ্যাত দৃশ্যের শুটিং হয়েছিল।
ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা শেয়ার করেন অনুপম খের। শোকে মুহ্যমান কণ্ঠে তিনি বলেন, ‘মাত্র তিন দিনে আমরা তিনজন মানুষকে হারালাম। আজ পেলাম সতীশ শাহর মৃত্যুর খবর। এই খবর কিছুতেই মেনে নিতে পারছি না।’
স্মৃতিচারণ করে অনুপম খের বলেন, ‘আমি ওকে মজা করে ডাকতাম 'সতীশ মেরে শাহ', আর সে উত্তরে বলত 'মেরে জাহাঁপনা'। আর দেখুন, আমি আজ এমন এক জায়গায় ওর মৃত্যুসংবাদ পেলাম, যেখানে আমাদের সেই আইকনিক ছবির শুটিং হয়েছিল। এ যেন এক অদ্ভুত সমাপতন। এটা কী হলো সতীশ? এরকমভাবে যেতে হয়? সতীশ এভাবে যেতে পারো না। এটা তুমি ঠিক করলে না।’
দীর্ঘ চার দশকের অভিনয় জীবনে সতীশ শাহ যেমন ছোটপর্দায় 'কাছের মানুষ' হয়ে উঠেছিলেন, তেমনই বড়পর্দায় শাহরুখ খান, সালমান খানের মতো তারকাদের পাশেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
'জানে ভি দো ইয়ারো', 'ম্যায় হুঁ না', 'কাল হো না হো' কিংবা 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'র মতো সুপারহিট চলচ্চিত্রে তার অভিনয় দর্শক মনে দাগ কেটে আছে। বিশেষ করে জনপ্রিয় ধারাবাহিক 'সারাভাই ভার্সেস সারাভাই'-এ ইন্দ্রবদন সারাভাই চরিত্রে তিনি ছিলেন ভারতীয় টেলিদুনিয়ার এক আইকনিক মুখ।

গত শনিবার মারা গেছেন 'কমেডি কিং' নামে পরিচিত ভারতের বরেণ্য অভিনেতা সতীশ শাহ। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু-সতীর্থের এমন অপ্রত্যাশিত বিদায়ে গভীরভাবে শোকাহত বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।
বন্ধু সতীশের মৃত্যুসংবাদ অনুপম খেরকে যেন নাড়া দিয়েছে কয়েকশো গুণ বেশি। কারণ, সেই মুহূর্তে তিনি অবস্থান করছিলেন সুইজারল্যান্ডে, যেখানে আইকনিক চলচ্চিত্র 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' বিখ্যাত দৃশ্যের শুটিং হয়েছিল।
ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা শেয়ার করেন অনুপম খের। শোকে মুহ্যমান কণ্ঠে তিনি বলেন, ‘মাত্র তিন দিনে আমরা তিনজন মানুষকে হারালাম। আজ পেলাম সতীশ শাহর মৃত্যুর খবর। এই খবর কিছুতেই মেনে নিতে পারছি না।’
স্মৃতিচারণ করে অনুপম খের বলেন, ‘আমি ওকে মজা করে ডাকতাম 'সতীশ মেরে শাহ', আর সে উত্তরে বলত 'মেরে জাহাঁপনা'। আর দেখুন, আমি আজ এমন এক জায়গায় ওর মৃত্যুসংবাদ পেলাম, যেখানে আমাদের সেই আইকনিক ছবির শুটিং হয়েছিল। এ যেন এক অদ্ভুত সমাপতন। এটা কী হলো সতীশ? এরকমভাবে যেতে হয়? সতীশ এভাবে যেতে পারো না। এটা তুমি ঠিক করলে না।’
দীর্ঘ চার দশকের অভিনয় জীবনে সতীশ শাহ যেমন ছোটপর্দায় 'কাছের মানুষ' হয়ে উঠেছিলেন, তেমনই বড়পর্দায় শাহরুখ খান, সালমান খানের মতো তারকাদের পাশেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
'জানে ভি দো ইয়ারো', 'ম্যায় হুঁ না', 'কাল হো না হো' কিংবা 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'র মতো সুপারহিট চলচ্চিত্রে তার অভিনয় দর্শক মনে দাগ কেটে আছে। বিশেষ করে জনপ্রিয় ধারাবাহিক 'সারাভাই ভার্সেস সারাভাই'-এ ইন্দ্রবদন সারাভাই চরিত্রে তিনি ছিলেন ভারতীয় টেলিদুনিয়ার এক আইকনিক মুখ।

গত শনিবার মারা গেছেন 'কমেডি কিং' নামে পরিচিত ভারতের বরেণ্য অভিনেতা সতীশ শাহ। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু-সতীর্থের এমন অপ্রত্যাশিত বিদায়ে গভীরভাবে শোকাহত বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।
বন্ধু সতীশের মৃত্যুসংবাদ অনুপম খেরকে যেন নাড়া দিয়েছে কয়েকশো গুণ বেশি। কারণ, সেই মুহূর্তে তিনি অবস্থান করছিলেন সুইজারল্যান্ডে, যেখানে আইকনিক চলচ্চিত্র 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' বিখ্যাত দৃশ্যের শুটিং হয়েছিল।
ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা শেয়ার করেন অনুপম খের। শোকে মুহ্যমান কণ্ঠে তিনি বলেন, ‘মাত্র তিন দিনে আমরা তিনজন মানুষকে হারালাম। আজ পেলাম সতীশ শাহর মৃত্যুর খবর। এই খবর কিছুতেই মেনে নিতে পারছি না।’
স্মৃতিচারণ করে অনুপম খের বলেন, ‘আমি ওকে মজা করে ডাকতাম 'সতীশ মেরে শাহ', আর সে উত্তরে বলত 'মেরে জাহাঁপনা'। আর দেখুন, আমি আজ এমন এক জায়গায় ওর মৃত্যুসংবাদ পেলাম, যেখানে আমাদের সেই আইকনিক ছবির শুটিং হয়েছিল। এ যেন এক অদ্ভুত সমাপতন। এটা কী হলো সতীশ? এরকমভাবে যেতে হয়? সতীশ এভাবে যেতে পারো না। এটা তুমি ঠিক করলে না।’
দীর্ঘ চার দশকের অভিনয় জীবনে সতীশ শাহ যেমন ছোটপর্দায় 'কাছের মানুষ' হয়ে উঠেছিলেন, তেমনই বড়পর্দায় শাহরুখ খান, সালমান খানের মতো তারকাদের পাশেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
'জানে ভি দো ইয়ারো', 'ম্যায় হুঁ না', 'কাল হো না হো' কিংবা 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'র মতো সুপারহিট চলচ্চিত্রে তার অভিনয় দর্শক মনে দাগ কেটে আছে। বিশেষ করে জনপ্রিয় ধারাবাহিক 'সারাভাই ভার্সেস সারাভাই'-এ ইন্দ্রবদন সারাভাই চরিত্রে তিনি ছিলেন ভারতীয় টেলিদুনিয়ার এক আইকনিক মুখ।

গত শনিবার মারা গেছেন 'কমেডি কিং' নামে পরিচিত ভারতের বরেণ্য অভিনেতা সতীশ শাহ। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু-সতীর্থের এমন অপ্রত্যাশিত বিদায়ে গভীরভাবে শোকাহত বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।
বন্ধু সতীশের মৃত্যুসংবাদ অনুপম খেরকে যেন নাড়া দিয়েছে কয়েকশো গুণ বেশি। কারণ, সেই মুহূর্তে তিনি অবস্থান করছিলেন সুইজারল্যান্ডে, যেখানে আইকনিক চলচ্চিত্র 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' বিখ্যাত দৃশ্যের শুটিং হয়েছিল।
ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা শেয়ার করেন অনুপম খের। শোকে মুহ্যমান কণ্ঠে তিনি বলেন, ‘মাত্র তিন দিনে আমরা তিনজন মানুষকে হারালাম। আজ পেলাম সতীশ শাহর মৃত্যুর খবর। এই খবর কিছুতেই মেনে নিতে পারছি না।’
স্মৃতিচারণ করে অনুপম খের বলেন, ‘আমি ওকে মজা করে ডাকতাম 'সতীশ মেরে শাহ', আর সে উত্তরে বলত 'মেরে জাহাঁপনা'। আর দেখুন, আমি আজ এমন এক জায়গায় ওর মৃত্যুসংবাদ পেলাম, যেখানে আমাদের সেই আইকনিক ছবির শুটিং হয়েছিল। এ যেন এক অদ্ভুত সমাপতন। এটা কী হলো সতীশ? এরকমভাবে যেতে হয়? সতীশ এভাবে যেতে পারো না। এটা তুমি ঠিক করলে না।’
দীর্ঘ চার দশকের অভিনয় জীবনে সতীশ শাহ যেমন ছোটপর্দায় 'কাছের মানুষ' হয়ে উঠেছিলেন, তেমনই বড়পর্দায় শাহরুখ খান, সালমান খানের মতো তারকাদের পাশেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
'জানে ভি দো ইয়ারো', 'ম্যায় হুঁ না', 'কাল হো না হো' কিংবা 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'র মতো সুপারহিট চলচ্চিত্রে তার অভিনয় দর্শক মনে দাগ কেটে আছে। বিশেষ করে জনপ্রিয় ধারাবাহিক 'সারাভাই ভার্সেস সারাভাই'-এ ইন্দ্রবদন সারাভাই চরিত্রে তিনি ছিলেন ভারতীয় টেলিদুনিয়ার এক আইকনিক মুখ।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!