
টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে অবশ্যই ভারতেই যেতে হবে-এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আইসিসিকে পাঠানো ইমেইলের প্রেক্ষিতে বিসিবি এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে বিসিবির মতামতকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দিয়েছে আইসিসি।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমাদের উত্থাপিত নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগগুলো সমাধানে আইসিসি নিবিড়ভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। টুর্নামেন্টের নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে।’
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে-এমন ‘আলটিমেটাম’ দিয়েছে আইসিসি। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, এসব দাবি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরন এসব প্রতিবেদনের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।’
ভবিষ্যৎ করণীয় প্রসঙ্গে বিসিবি জানায়, জাতীয় দলের নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে দলের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক আলোচনায় থাকবে বিসিবি, যাতে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যায়।

টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে অবশ্যই ভারতেই যেতে হবে-এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আইসিসিকে পাঠানো ইমেইলের প্রেক্ষিতে বিসিবি এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে বিসিবির মতামতকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দিয়েছে আইসিসি।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমাদের উত্থাপিত নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগগুলো সমাধানে আইসিসি নিবিড়ভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। টুর্নামেন্টের নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে।’
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে-এমন ‘আলটিমেটাম’ দিয়েছে আইসিসি। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, এসব দাবি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরন এসব প্রতিবেদনের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।’
ভবিষ্যৎ করণীয় প্রসঙ্গে বিসিবি জানায়, জাতীয় দলের নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে দলের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক আলোচনায় থাকবে বিসিবি, যাতে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যায়।

টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে অবশ্যই ভারতেই যেতে হবে-এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আইসিসিকে পাঠানো ইমেইলের প্রেক্ষিতে বিসিবি এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে বিসিবির মতামতকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দিয়েছে আইসিসি।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমাদের উত্থাপিত নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগগুলো সমাধানে আইসিসি নিবিড়ভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। টুর্নামেন্টের নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে।’
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে-এমন ‘আলটিমেটাম’ দিয়েছে আইসিসি। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, এসব দাবি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরন এসব প্রতিবেদনের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।’
ভবিষ্যৎ করণীয় প্রসঙ্গে বিসিবি জানায়, জাতীয় দলের নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে দলের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক আলোচনায় থাকবে বিসিবি, যাতে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যায়।

টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে অবশ্যই ভারতেই যেতে হবে-এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আইসিসিকে পাঠানো ইমেইলের প্রেক্ষিতে বিসিবি এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে বিসিবির মতামতকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দিয়েছে আইসিসি।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমাদের উত্থাপিত নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগগুলো সমাধানে আইসিসি নিবিড়ভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। টুর্নামেন্টের নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে।’
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে-এমন ‘আলটিমেটাম’ দিয়েছে আইসিসি। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, এসব দাবি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরন এসব প্রতিবেদনের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।’
ভবিষ্যৎ করণীয় প্রসঙ্গে বিসিবি জানায়, জাতীয় দলের নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে দলের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক আলোচনায় থাকবে বিসিবি, যাতে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যায়।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!